DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, June 19, 2024

দুর্গাপুরের ছেলে কবি দত্ত ADDAর চেয়ারম্যান হওয়ার খবর শুনেই অভিনন্দন জানালেন নচিকেতা

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের নতুন চেয়ারম্যান দুর্গাপুরের ছেলে কবি দত্ত দায়িত্বভার গ্রহণের খবর শুনে তাকে অভিনন্দন জানিয়েছেন নচিকেতা ।  দুর্গাপুরে শো করতে এলে ই কবি দত্ত অর্থাৎ বাপ্পাদার হোটেলে থাকতেই তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন আর বাপ্পাদা ও আতিথেয়তার কোন ত্রুটি রাখেন না তাই নচিকেতা খুব ভালোবাসেন বাপ দাকে । আজ ফোন করে তার দায়িত্বভার গ্রহণের কথা নচিকেতা কে জানান দুর্গাপুর আপডেটের সম্পাদক তথা সাংবাদিক গায়ক সঞ্জীব সুঁই । খবরটা শুনে ভীষণ খুশি হয়েছে নচিকেতা । তিনি বলেন খুবই ভালো ছেলে বাপ্পা। খুব ভালো দায়িত্ব পেয়েছে ওকে আমি অভিনন্দন জানালাম।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot