DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, May 26, 2024

ইস্পাত নগরীর মানুষের জন্য রেমাল নিয়ে রাত জাগবে দুর্গাপুরের ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল টিম

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : রেমালের প্রভাব দুর্গাপুর ইস্পাত নগরীতে পড়লে মানুষের পাশে দাঁড়াতে তৈরি নয় নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা কর্মীরা
আজ রাতে আছড়ে পড়তে চলেছে রেমাল । পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর ইস্পাত নগরীতে যেমন অনেক বস্তি রয়েছে তেমন প্রচুর গাছ রয়েছে দুর্গাপুর ইস্পাত নগরীতে। তাই কোনোভাবে মানুষের যাতে ক্ষতি না হয় এবং বিপদের সময় যাতে পাশে দাঁড়াতে পারে সকলে তার জন্য তৈরি দুর্গাপুরে ন নম্বর ওয়ার্ডের তৃণমূলের নেতা কর্মী সমর্থকেরা । গাছ কাটার মেশিন থেকে শুরু করে ত্রিপল সহ নানান খাবার নিয়ে তারা এখন থেকেই তৈরি হয়ে আছেন তাদের নিজেদের কার্যালয়ে । প্রাক্তন কাউন্সিলর এবং তৃণমূল নেতা পল্লব রঞ্জন নাগ জানান জরুরী ভিত্তিতে বনদপ্তর থেকে পুরসভা দুর্গাপুর আসানসোল উন্নয়ন পর্ষদ পুলিশ কর্মী সবাই যেমন সজাগ তেমনি মানুষের জন্য আমরাও সজাগ। সমস্ত রকম খাদ্য সামগ্রী সহ নানান গাছ কাটার মেশিন সহ ত্রিপল আরো সামগ্রী নিয়ে তারা তৈরি কোনোভাবে যদি ইস্পাত নগরীর মানুষ সমস্যায় পড়ে সঙ্গে সঙ্গে তারা এ বিপদ থেকে তাদেরকে উদ্ধার করে তাদের পাশে দাঁড়াবেন।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot