আই.এন.টি.ইউ.সি অনুমোদিত হিন্দুস্তান স্টিল ওয়ার্কার্স ইউনিয়ন আজ ২৬ শে মে গুরু নানক রোডে সংগঠনের কার্যালয়ে সম্মেলন আয়োজিত করলো । সম্মেলনে আগত কেন্দ্রীয় নেতৃত্ব বৃন্দকে এক মোটর বাইক রেলির মাধ্যমে শোভাযাত্রা সহকারে তাসা ব্যান্ড পার্টি বাজিয়ে সম্মেলন স্থলে নিয়ে আসা হয় ।আই এন টি ইউ সির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সঞ্জয় সিং সংগঠনের পতাকা উত্তোলন করে সম্মেলনের শুভ সূচনা করেন। তারপরে শহীদ বেদীতে নেতৃত্ববৃন্দ সকলে একে একে মাল্যদান করেন। এই সম্মেলনে অন্যান্য মাননীয় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইএনটিইউসির সভাপতি কামরুজ্জামান কামার সিটুর বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় ,আইএনটিইউসির স্নেহাশীষ ঘোষ, ইসকোর আইএনটিইউসির সাধারণ সম্পাদক হরজিৎ সিং ,ইন্ডিয়ান ন্যাশনাল মেটাল ওয়ার্কস ফেডারেশনের আই এন এম এফ এর সভাপতি রঘুনাথ পান্ডে, জেলা সভাপতি সুভাষ সাহা জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী প্রমূখ। সম্মেলন শুরুর আগে আইএনটিইউসির মহিলা কর্মীরা উদ্বোধনী সংগীত পরিবেশন করেন এরপর স্বাগত ভাষণ দেন সংগঠনের সর্বোচ্চ নেতৃত্ব রজত দীক্ষিত । এই সভায় ২৫ জনের একটি কার্যকরী কমিটি সর্বসম্মতি ভাবে পাস করানো হয় সকলের উপস্থিতিতে । সমস্ত সভাটি সঞ্চালনা করেন কার্যকরী সভাপতি পরেশ কর্মকার । মাননীয় সঞ্জয় সিং তার বক্তব্যে ডিএসপিতে শ্রমিক স্বার্থে আন্দোলনে আইএনটি ইউসির ভূমিকার ভুয়োসি প্রশংসা করেন তিনি ডিএসপির আধুনিকীকরণ ও সম্প্রসারণে কেন্দ্রীয় সরকারের টালবাহানার তীব্র প্রতিবাদ জানান।
দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : আইএনটিইউসির ৬৩ তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো দুর্গাপুরে প্রতি 2 বছর অন্তর ।এবং ইউনিয়নের কমিটি গঠন করা হয় ,
No comments:
Post a Comment