DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, May 21, 2024

বেপরোয়া সরকারি বাসের ধাক্কায় মৃত্যু স্কুটি চালকের দুর্গাপুরে। উত্তেজনা এলাকায় ঘটনাস্থলে পুলিশ

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : সরকারি বাসের চালকের বেপরোয়া ভাবে গাড়ি চালানোর জন্য মৃত্যু হল এক স্কুটি আরোহীর। বিক্ষোভ রাস্তা অবরোধ দুর্গাপুরে । বারবার  এই ঘটনা ঘটেছে দুর্গাপুর শহরে এর আগেও সরকারি বাসের বেপরোয়া ভাবে গাড়ি চালানোর জন্য নানান অভিযোগ উঠেছিল বিভিন্ন মহলে। আজ ওই একই কারণে মৃত্যু হল স্কুটি আরোহীর । দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি বাস PCBL গেটে এক  স্কুটি চালককে ধাক্কা মারার পর প্রায় তাকে এক কিলোমিটার টেনে আনে তারপর বাস ঢুকে যায় দুর্গাপুর রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ডিপোতে। স্কুটির সঙ্গে মৃতদেহ দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই মৃত্যু স্কুটি আরোহীর এর পর  উত্তেজিত জনতা ডিপো ঘিরে রেখেছে স্কুটি চালকের মৃত্যু হয়েছে এলাকায় উত্তেজনা কোক ওভেন থানার পুলিশ ঘটনাস্থলে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot