DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, April 5, 2024

সাফল্যের সঙ্গে এক মহিলার হাঁটু প্রতিস্থাপন করল দুর্গাপুর ই এস আই হাসপাতাল

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : অসাধ্য সাধন করল দুর্গাপুরের ই এস আই হাসপাতাল। ব্যায়বহুল চিকিৎসা হাঁটু প্রতিস্থাপন সম্ভব হল ই এস আই হাসপাতালে । দুর্গাপুরের শ্যামপুরের বাসিন্দা অনিমা সাহা হাঁটুর সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গত ২ রা এপ্রিল ইএস আই হাসপাতালে প্রায় আড়াই ঘন্টার সফল অস্ত্রোপচার করে মহিলার হাঁটু প্রতিস্থাপন করেন ডা : উদয়ন চৌধুরী ও তাঁর টিম। শুক্রবার বিকেল চারটের সময় ই এস আই হাসপাতালে সুপার এক সাংবাদিক বৈঠকে জানালেন প্রায় লাখ দুয়েক টাকার এই ব্যায় সাপেক্ষ অস্ত্রোপচার সম্পুর্ন বিনামূল্যে করা গেল ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot