দুর্গাপুরের ইস্পাত নগরীর সেকেন্ডারি এলাকায় ৯ নম্বর ওয়ার্ডে তৃণমূল ও বিজেপি ধস্তাধস্তি দেওয়াল দখলসহ লিখন কে কেন্দ্র করে। উত্তেজনা ছড়ায় দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে । বচসায় জড়িয়ে পড়ে এরপর শুরু হয় ধস্তাধস্তি। ঘটনাস্থলে আসে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী, পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের নানান মন্তব্যে অনুপ্রাণিত হয়ে বিজেপির যুবনেতা পারিজাত গঙ্গোপাধ্যায়ের হুমকি ""যেদিন দলটা মাথার উপর থেকে চলে যাবে ঘর থেকে বের হওয়া বন্ধ করে দেবো"" এর আগে দুর্গাপুরে আইনস্টাইন এলাকাতেও দেওয়াল দখলকে কেন্দ্র করে একটি ঘটনা ঘটেছিল সেখানেও ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূলের ব্লক সভাপতি রাজীব ঘোষ এবং এলাকার পুর মাতা ধৃতি বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন বিজেপির এই যুব নেতার বিরুদ্ধে । যদি ওই যুব নেতা পারিজাত গঙ্গোপাধ্যায় বলছেন সবটাই তৃণমূলের পূর্ব পরিকল্পিত এলাকার মানুষকে ভয় দেখিয়ে দেওয়াল দখল করা হচ্ছে। অন্যদিকে প্রাক্তন কাউন্সিলর সহ তৃণমূলের নেতা পল্লব রঞ্জন নাগ জানান বিজেপি প্রতিদিনই নানান রকম পরিকল্পনা করছে ঝামেলা পাকানোর । নিয়ম মাফিক দেওয়াল লিখনের বিষয় নির্দিষ্ট থাকলেও মানছে না বিজেপি । কে সঠিক বলছে তৃণমূল না বিজেপি দেওয়াল আসলে কার দখলে তার উত্তর খুঁজতে চাইছি আমরাও। আজ দুপক্ষেরই দুই দলের বিরুদ্ধে এবং নেতাদের বিরুদ্ধে কর্মীদের বিরুদ্ধে নানান অভিযোগ এবং পাল্টা অভিযোগে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে । কিন্তু যে ঘটনা আগেও ঘটেছে আজকেও ঘটলো যাদের দোকান বা ঘরের দেওয়াল দখল করা হচ্ছে ভোটের প্রচারের জন্য তাদের সুস্পষ্ট মন্তব্য পাওয়া যাচ্ছে না ।
দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দেওয়াল কার দখলে থাকবে এবং দেওয়াল লিখন কে কেন্দ্র করে উত্তেজনা দুর্গাপুরের ইস্পাত নগরীর সেকেন্ডারি এলাকায়।
No comments:
Post a Comment