আজ সকালে দুর্গাপুর ইস্পাত কারখানার মুল গেটে জাতীয় কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী অধ্যাপক সুকৃতি ঘোষালের সমর্থনে সিটু আইএনটি ইউসি , আই টি ইউ সি একটি নির্বাচনী সভা অনুষ্ঠিত করে ।প্রার্থী সুকৃতি ঘোষাল উপস্থিত ছিলেন এই সভায় । এই নির্বাচনী সভায় আইএনটি ইউসি অনুমোদিত হিন্দুস্তান স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক রজত দীক্ষিত কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির সমালোচনা করেন। এছাড়াও ইস্পাত কারখানার আধুনিকীকরণ ও সম্প্রসারণের দাবি করেন । বিভিন্ন লাভজনক কারখানা গুলোকে আম্বানি আদানিকে বিক্রি করে দেওয়া কেন্দ্রীয় সরকারের ভূমিকার তীব্র প্রতিবাদ করেন এছাড়া ওই দিন বক্তব্য রাখেন সিটু নেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় এ আই টি ইউসি নেতা শম্ভু চরণ প্রমাণিক প্রমূখ। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী।
দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সুকৃতি ঘোষালের সমর্থনে কংগ্রেসের প্রচার ইস্পাত কারখানার সামনে
No comments:
Post a Comment