DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, April 10, 2024

দুর্গাপুর ইস্পাত কারখানার গেটের বাইরে লোকসভা ভোটে সিপিএম প্রার্থীর সমর্থনে কংগ্রেসের প্রচার

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সুকৃতি ঘোষালের সমর্থনে কংগ্রেসের প্রচার ইস্পাত কারখানার সামনে
আজ সকালে দুর্গাপুর ইস্পাত কারখানার মুল গেটে জাতীয় কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী অধ্যাপক সুকৃতি ঘোষালের সমর্থনে সিটু আইএনটি ইউসি , আই টি ইউ সি একটি নির্বাচনী সভা অনুষ্ঠিত করে ।প্রার্থী সুকৃতি ঘোষাল উপস্থিত ছিলেন এই সভায় । এই নির্বাচনী সভায় আইএনটি ইউসি অনুমোদিত হিন্দুস্তান স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক  রজত দীক্ষিত কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির সমালোচনা করেন। এছাড়াও ইস্পাত কারখানার আধুনিকীকরণ ও সম্প্রসারণের দাবি করেন । বিভিন্ন লাভজনক  কারখানা গুলোকে আম্বানি আদানিকে বিক্রি করে দেওয়া কেন্দ্রীয় সরকারের ভূমিকার তীব্র প্রতিবাদ করেন এছাড়া ওই দিন বক্তব্য রাখেন সিটু নেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় এ আই টি ইউসি নেতা শম্ভু চরণ প্রমাণিক প্রমূখ। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot