দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : প্রাক বসন্ত উৎসবের আনন্দ দুর্গাপুরের মহিলা সরকারি মহাবিদ্যালয় প্রাঙ্গণে ।যেন গাছ-গাছালি তে ভরা এক টুকরো শান্তিনিকেতন । বসন্ত এসে গেছে । আর কয়েকদিন পরেই দোল ও বসন্ত উৎসব কিন্তু তার আগেই দুর্গাপুরের সরকারি মহিলা মহাবিদ্যালয় এর ছাত্রীরা ও শিক্ষিকারা । মাতালেন বসন্ত উৎসবে । কলেজ চত্বরে বসল বসন্ত মেলাও হলো প্রভাত ফেরী, হলো আবির ছড়িয়ে প্রাক বসন্ত উৎসব । সকাল সকাল লালপাড় হলুদ শাড়িতে সেজে কলেজ ছাত্রীরা হাতে আবীর নিয়ে কলেজ চত্বরে রবি ঠাকুরের গানে গানে প্রভাত ফেরিতে অংশগ্রহণ করে তারপরে চলে একে অপরকে আবির মাখানোর পালা ভালোবাসা বিনিময়। রঙের উৎসবে গান গেয়ে ওঠে সকলে ,করে বসন্ত কে আহ্বান । ছাত্রীদের সঙ্গে এই কলেজের প্রাক্তন ছাত্রীরা সহ শিক্ষিকারাও বসন্ত উৎসব এ মেতেছেন সকাল থেকেই নানান ভাবে নানা অনুষ্ঠানের মাধ্যমে। নৃত্য সংগীত সহ নানান অনুষ্ঠানের আসর বসেছে কলেজের অডিটোরিয়ামে ।
কলেজ চত্বরে বসেছে বসন্ত মেলা । ছাত্রীদের নিজের হাতের তৈরি নানান হস্তশিল্প নানান বস্ত্র সহ খাদ্য সামগ্রী কলেজের বারান্দাতেই পসরা সাজিয়ে বসেছে তারা । সবাই সবার পছন্দমতো খাওয়া দাওয়া ও বিকিকিনি করছে ।বিভিন্ন ছাত্রীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতেই বসন্ত উৎসবেই এই বসন্ত মেলার আয়োজন । জানালেন বিশিষ্ট অর্থনীতিবিদ কলেজের নতুন অধ্যক্ষা মাননীয়া মহানন্দা কাঞ্জিলাল ।
No comments:
Post a Comment