DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, March 15, 2024

বিরোধীদের অভিযোগ কে ধুলোয় মিশিয়ে দিয়ে দুর্গাপুর নগর নিগমের উন্নয়নের মুকুটে নতুন পালক

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : বিরোধীরা বারবার কটাক্ষ করেছে বিক্ষোভের পর বিক্ষোভ দেখিয়েছে সবকিছুকে ধুলোয় মিশিয়ে দুর্গাপুর পুর নিগমের উন্নয়নের কর্মকাণ্ডে পুর নিগমের মুকুটে নতুন পালক । ভারত সরকার নিয়োজিত ক্রেডিট রেটিং সংস্থা “CRISIL”(Credit Rating Information Services of India Limited) দুর্গাপুর নগর নিগমকে “BB+” Rating দিয়েছে। এই কারনে দুর্গাপুর পুর নিগম নিজস্ব আয় ছাড়াও প্রয়োজনে ১০কোটি টাকার বন্ড ইস্যু করে বাজার থেকে অর্থ সংগ্রহ করতে পারবে। কলকাতার পর দুর্গাপুর পুর নিগমকে দ্বিতীয় স্থানে রেখেছে ভারত সরকারের  নিযুক্ত এই এজেন্সি সংস্থা ।
ভারত সরকারের নিযুক্ত করা এই এজেন্সী রাজ্য সরকারের অনুমোদনক্রমে নির্দিষ্ট ও বাছাই করা কর্পোরেশনগুলিতে আর্থিক অবস্থা এবং উন্নয়ণের মান নিয়ে সমীক্ষা চালিয়েছিল। এই সমীক্ষায় উঠে আসা তথ্য অনুযায়ী কোলকাতা কর্পোরেশন-এর পরই ২য় স্থানে দুর্গাপুর নগর নিগমকে রাখা হয়েছে। সমীক্ষায় বলা হয়েছে দুর্গাপুর নগর নিগম অন্যতম কর্পোরেশন যারা রাজ্য সরকারের ফান্ড ছাড়াও নিজ- তহবিলের অর্থ থেকে দুর্গাপুর পুর নিগম এলাকায় প্রচুর উন্নয়ণমূলক কাজ করেছে এবং এইজন্য দুর্গাপুর নগর নিগম উন্নয়ণের নিরিখে মান দন্ডে এতটাই ভালো যে নগর নিগম চাইলে ১০ কোটি টাকা নিজস্ব বন্ড বাজারে ছাড়তে পারে।দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখার্জি বলেন ,কলকাতা কর্পোরেশনের পর দুর্গাপুর নগর নিগম ক্রিশিলের BB+ রেটিং পেয়েছে,এর ফলে আমরা প্রয়োজনে ১০ কোটি টাকার বন্ড বাজারে ছাড়তে পারি। এদিন পূর্ণাঙ্গ বাজেট পেস করা হয় । পুরসভার উন্নয়নমূলক কাজের খতিয়ান সহ আয় ব্যয়ের হিসাব পেশ করা হয়। আগামী দিনে দুর্গাপুর পুর নিগম এলাকায় কি কি উন্নয়নমূলক কাজ হবে তারও খতিয়ান তুলে ধরা হয় ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot