দুর্গাপুরে কালিগঞ্জ খ্রিস্টান পল্লীতে দীর্ঘদিন ধরে বেহাল নিকাশি ব্যবস্থা। বারংবার স্থানীয় জেমুয়া পঞ্চায়েত কে জানিয়েও কাজ না হওয়ায় আজ সকালে আন্দোলন শুরু করে স্থানীয়রা। সেই আন্দোলনে হামলা চালায় এক তৃণমূল কর্মী বলে অভিযোগ বিক্ষোভকারীদের। অভিযুক্ত যুবক এলাকার প্রমোটারি ব্যবসার সঙ্গে যুক্ত বলে জানা গেছে। এলাকার বয়স্ক মানুষদের ধাক্কাধাক্কি, মহিলাদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। এলাকাবাসীদের আশঙ্কা পরম তাদের ওপরে ফের হামলা হতে পারে। স্থানীয়দের অভিযোগ, এই এলাকায় প্রমোটারির দাপটে বেহাল নিকাশী ব্যবস্থা। হাইড্রেন বুজিয়ে ফেলেছে প্রোমটাররা, ফলে নোংরা জল জমে এলাকায় মশা মাছির উৎপাত বাড়ছে। বারংবার পঞ্চায়েত, প্রশাসন কে জানিয়েও কোন সুরাহা না হওয়ায় এদিন সকালে স্থানীয়রা পঞ্চায়েতের তৈরী হাইড্রেন মাটি ফেলে বন্ধ করে দেয়। সেসময়ই হামলা চালায় ওই যুবক বলে অভিযোগ।
যথারীতি এই ঘটনায় রাজনৈতিক প্রতিক্রিয়া শুরু হয়েছে। বিরোধীরা তীব্র সমালোচনা করেছে শাসক দলের। যদিও দুর্গাপুর ফরিদপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি স্বাধীন ঘোষ জানিয়েছে যে উক্ত ব্যক্তি তৃণমুলের কেউ নয়। তবে বিরোধীরা সহ অনেকেই অভিযোগ করছেন ওই এলাকার প্রোমোটারি রাজ স্বাধীন ঘোষের অঙ্গুলী হেলনেই চলে তবে বেহাল নিকাশী ব্যবস্থার কথা স্বীকার করেছেন স্বাধীন ঘোষ।
No comments:
Post a Comment