DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, March 5, 2024

বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে ক্রিকেটার ও তিনবারের এমপি কীর্তিবর্ধন ঝা কে নিয়ে গুঞ্জন

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুর শহরে গুঞ্জন আশির দশকের ক্রিকেট প্লেয়ার কীর্তি আজাদ এর নাম শোনা যাচ্ছে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের জন্য ।
তবে দুর্গাপুরে এসে কীর্তি বললেন তিনি একজন সৈনিক মাত্র । দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে যোগ্য মনে করলে তিনি লড়বেন তিনি জানেনও না  দাঁড়াবেন কিনা তবে তিনি ব্রিগেডের ময়দানে জনগর্জন সভার জন্য দুর্গাপুর এবং আসানসোলে বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন । দুর্গাপুর ক্রিকেট ক্লাবে কীর্তি আজাদ এর সাথে ছিলেন মন্ত্রী প্রদীপ মজুমদার জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী এক নম্বর ব্লক সভাপতি রাজীব ঘোষ, মাস্টারমাইন্ড ক্রিকেট ক্লাব ও দুর্গাপুর ক্রিকেট ক্লাবের প্লেয়ারদের সঙ্গে মিলিত হন কীর্তি আজাদ। তাদের সঙ্গে ক্রিকেটও খেলেন । তিনি বলেন রাজনীতি ময়দান এবং ক্রিকেটের ময়দান প্রায় এক। দুই জায়গাতেই লড়াইটা খুব জরুরী। কঠোর পরিশ্রম করা জরুরি ।সেঞ্চুরিও হতে পারে আবার  আউট হতে পারে । মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনি ফ্যান এবং যথেষ্ট প্রশংসা করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের।দিদির এর জীবনযাপন ভাবনা এবং মমতা নিয়ে তার নামের সঙ্গে তার জীবন যাপন ও ব্যবহারের মিল রয়েছে বলে জানান কীর্তি । অটল বিহারী বাজপেয়ীর বিজেপি সরকার সকলকে নিয়ে চলত। আর এই বিজেপি সরকার অন্যরকম পথে চলে । বিস্তর ফারাখ অটল জির বিজেপির সাথে এই মোদিজীর বিজেপির।
কীর্তি আজাদের পুরো নাম হলো কীর্তি বর্ধন ভাগবত ঝা আজাদ। পিতার নাম ভগবত ঝা আজাদ। রাজীব গান্ধী যখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন তখন ১৯৮০ সাল থেকে ১৯৮৯ সাল পর্যন্ত ভগবত ঝা আজাদ বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন । বিহারের বাসিন্দা ছিলেন । পূর্ণিয়া এবং ভাগলপুরের সঙ্গে তাদের পারিবারিক ও আত্মিক যোগাযোগ ছিল।  ভাগবত ঝা আজাদ একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন । কীর্তি বর্ধন ঝা, আজাদ ১৯৯৩ সালে প্রথম দিল্লির গোল মার্কেট বিধানসভায় বিজেপির বিধায়ক হিসেবে জয়লাভ করেন । এরপর ১৯৯৯ সালে প্রথম সাংসদ হন বিজেপির । আবারো ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত বিজেপির সাংসদ হিসেবে দায়িত্বে ছিলেন । 2019 সালে কংগ্রেসের হয়ে এম পি সিটে দাঁড়িয়ে হয়ে যান । ২০২১ সালে নভেম্বর মাসে তৃণমূলে জয়েন করেন 2022 সালে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে গোয়ায় দলের ইনচার্জ হিসেবে নিযুক্ত করেন । এরপর আসি তার ক্রিকেট  জীবনের বিষয়ে । দেশের হয়ে সাতটি টেস্ট এবং ২৫ টি ওয়ান ডে খেলেছেন ।১৯৮০ সালে প্রথম ওয়ান ডে খেলে দেশের জন্য তার ক্রিকেট জীবন শুরু হয় এবং ১৯৮৬ সালে পাকিস্তানের সঙ্গে দেশের ওয়ানডে ম্যাচ খেলে তার ক্রিকেট জীবন সমাপ্ত হয় । এবার আবারো তাকে ভোটের মঞ্চে দেখা পাওয়ার গুঞ্জন এ রাজ্যের বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে এমপি সিটে ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot