DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, September 2, 2023

অটোতে এবার বিভিন্ন রুটের ভাড়ার রেট চার্ট দেওয়া থাকবে যাত্রী সুবিধার্থে এই সিদ্ধান্ত নতুন কমিটির

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুর সিএনজি অটো রিক্সা অপারেটরস ইউনিয়নের নতুন কমিটির ঘোষণা হলো শুক্রবার। এদিন বিকেলে দুর্গাপুরের সিটি সেন্টারের সিধু কানুহ স্টেডিয়ামে তৃণমূল শ্রমিক সংগঠনের দলীয় কার্যালয়ে নতুন এই কমিটির ঘোষণা করেন জেলা আইএনটিটিইউসির কোষাধ্যক্ষ দীপঙ্কর লাহা। নতুন কমিটির সভাপতি হলেন তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির পশ্চিম বর্ধমান জেলা সভাপতি অভিজিৎ ঘটক। পাশাপাশি দীপঙ্কর লাহা সহ আরোও চারজন সহ-সভাপতি এর নাম ঘোষণা করা হয়। সহ-সভাপতির পদে এলেন শিল্পাঞ্চলের শ্রমিক নেতা প্রভাত চট্টোপাধ্যায়, শ্রমিক নেতা শান্তনু সোম,কল্লোল ব্যানার্জি ও মানস অধিকারী। সম্পাদক করা হয়েছে সুজিত ব্যানার্জিকে। দীপঙ্কর লাহা জানান বেশ কয়েক বছর শিল্পাঞ্চলে সেই অর্থে অটোর কোন আইএনটিটিইউসির শ্রমিক সংগঠন সেভাবে ছিল না , এবার থেকে এই নতুন কমিটি মূলত অটো পরিষেবা উন্নতির কাজ করবে। পাশাপাশি কয়েকদিনের মধ্যেই মিনিবাস শ্রমিক সংগঠনেরও কমিটি ঘোষণা করা হবে বলে জানান তিনি। শিল্পাঞ্চলের যাতায়াতের প্রধান মেরুদন্ডের অন্যতম অটো পরিষেবা। বিভিন্ন সময় যাত্রীদের অটো চালকদের অভব্য আচরণ ও অতিরিক্ত ভাড়ার সমস্যার সম্মুখীন হতে হয়। এবার থেকে নিয়ম মেনে কঠোরভাবে সকল দিকগুলিকে যাত্রী পরিষেবার স্বাচ্ছন্দ্যতা বজায় রাখতে কাজ করবে নতুন কমিটি বলে জানান কমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্যরা।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot