DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, September 2, 2023

নচিকেতার জন্মদিন পালন দুর্গাপুরের হুচুক ডাঙ্গায় বৃক্ষরোপনের মাধ্যমে

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক :  জনপ্রিয় সংগীত শিল্পী নচিকেতা চক্রবর্তীর জন্মদিন পালন করলেন নচিকেতার দুর্গাপুরের অনুরাগীরা  দুর্গাপুরের পিকনিক স্পট হুচুক ডাঙ্গায়। যেহেতু হুচুকডাঙ্গা নচিকেতা চক্রবর্তীর একটি প্রিয় জায়গা, তাই দু বছর ধরে এই এলাকাতেই তার জন্মদিন পালন করে আসছেন তার দুর্গাপুরের ভক্তরা। আজ তার জন্মদিন উপলক্ষে কেক কাটার পরে কুড়িটি গাছ লাগানো হয় দামোদরের ধারে। এলাকার ছোট ছোট শিশুরা কিশোররা এই গাছ নিজেরা নিয়ে গিয়ে বৃক্ষরোপনে অংশগ্রহণ করে। এই বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন নচিকেতার স্নেহধন্য তার কাছের দুর্গাপুরের সংগীত শিল্পী সহ সাংবাদিক সঞ্জীব সুঁই ও তার গানের দলের যন্ত্র সঙ্গীত শিল্পীরা। ছিলেন হুচুক ডাঙ্গার কর্ণধার অরবিন্দ নন্দী সহ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তবলা বাদক সৌমিত্রজীৎ চট্টোপাধ্যায় দুর্গাপুরের গ‍্যামন ব্রীজ ফ্রেন্ডস ক্লাবের বিশিষ্ট কর্ণধার মুকুট নাহা সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন নিজের কথা সুরে গাওয়া একটি ভিডিও অ্যালবাম রিলিজ হয় গায়ক সাংবাদিক সঞ্জীবের। অ্যালবামটির পুরো শুটিং পর্ব হয়েছে হুচুক ডাঙ্গাতে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot