দ্বিতীয় দিন শনিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল বসে আঁকো প্রতিযোগিতার। এখানে কোক ওভেন থানার অধীন বিভিন্ন এলাকার শতাধিক কচিকাঁচা অংশ নেয়। বিভিন্ন বিভাগে সফল প্রতিযোগীদের পদক ও পুরস্কারের ব্যবস্থা করেছে কোক ওভেন থানা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সহ সকলকে শুভেচ্ছা জানান কোক ওভেন থানার ভারপ্রাপ্ত ওসি বিজন সমাদ্দার।
দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : ১লা সেপ্টেম্বর পুলিশ দিবস এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ১২ বছর পূর্তি উপলক্ষে কোক ওভেন থানার পক্ষ থেকে বৃক্ষরোপনের পাশাপাশি পথ চলতি মানুষকে চারা গাছ প্রদান করে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য সচেতন করা হয়। এছাড়াও দুর্গাপুর স্টেশন সংলগ্ন এলাকায় গরিব মানুষকে মিষ্টি বিতরন করা হয়। কোক ওভেন থানার ভারপ্রাপ্ত ওসি বিজন সমাদ্দার পুলিশ দিবস ও কমিশনারেটের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সকলে শুভেচ্ছা জানান।
No comments:
Post a Comment