রাত দুটো থেকে এখনো পর্যন্ত ভবনের সামনেই বসে রয়েছেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় তিনি জানান এই মুহূর্তে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে তবে বিল্ডিং এর তিন তালার সমস্ত ঘরেই আগুন লেগেছে দোতলায় কোন ক্ষয়ক্ষতি হয়নি এরপরে তিনতলা দমকলের নির্দেশে পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমাদের আধিকারিকরা গিয়ে ক্ষয়ক্ষতির হিসাব নিকাশ করবেন তবে মানুষের চিন্তার কোন কারণ নেই মানুষের সমস্ত ডকুমেন্ট অনলাইন পদ্ধতি থাকার জন্য কোনরকম সমস্যায় তাদের পড়তে হবে না। সবই সুরক্ষিত আছে গুজবে কেউ যেন কান না দেয় এই ভরসা দিয়েছেন তাপস বাবু।
অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন বক্তব্যে তাপস বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া...সব বিষয় নিয়ে ইডি সিবিআই চাওয়া অভ্যাসে দাঁড়িয়েছে সরকারি বিল্ডিং পুড়ে গেল তা নিয়ে কোন মাথা ব্যথা নেই রাজনীতি করতে নেমে পড়েছে। তিনি নিজেও ফরেনসিক তদন্ত চান এমনটাই জানালেন তাপস বন্দ্যোপাধ্যায়
অন্যদিকে আজ সকালে পশ্চিম বর্ধমান এর নতুন জেলা শাসক এবং আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের নতুন সিইও সহ দুর্গাপুরের নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায় সহ বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিক সহ শাসক দলের বিভিন্ন নেতৃত্ব তাপস বাবুর সঙ্গে এসে দেখা করেন এবং এই ঘটনা পর্যবেক্ষণ করে যান।
আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সমস্ত আধিকারিকরা রয়েছেন বিল্ডিং এর সামনে। রাতের বেলা প্রায় ১৫ টি দমকলের গাড়ি বিভিন্ন জায়গা থেকে এসে আগুন নেভানোর কাজ করার পর দুপুর একটার পর একটি গাড়িই কাজ করছে। দমকলের প্রাথমিক অনুমান শট সার্কিট থেকে এই আগুন লেগেছে তবে পরিমাণ মতো জল পাওয়া যায়নি বলে দমকলের অভিযোগ। আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে ।এখন পুড়ে যাওয়ার পরে তিন তলা বিল্ডিং এ কাজ করার মত পরিস্থিতি না থাকলে দোতালায় কিছু দপ্তরকে নিয়ে আসা হবে আপাতত বলে জানিয়েছেন চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়।এলাকা জুড়ে প্রচুর পুলিশ ও র্যাপ মোতায়েন করে রাখা হয়েছে। প্রচুর উৎসাহী মানুষের ভিড় জমেছে উন্নয়ন সংস্থার বিল্ডিং এর সামনে। দুর্গাপুরে এত বড় অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম প্রতিক্রিয়া দিতে শুরু করেছেন। আদৌ কি শর্ট সার্কিট নাকি অন্য কোন কারণ এ রহস্য জানতে চান সকলেই।
No comments:
Post a Comment