DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, September 19, 2023

এডিডিএ কারো পছন্দের কারো অপছন্দের মুখোশ খুলবো আমরা, নজর রাখুন দুর্গাপুর আপডেটে

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : আমরা বিরাট বড় সংবাদমাধ্যমও নই আবার ছোট পিঁপড়ের মতো সংবাদ মাধ্যম হলেও কানে ঢুকে গেলে অস্থির করে দিতে পারি। এটা একটা গুরুজনদের বলে যাওয়া প্রবাদের অংশ । এই প্রতিবেদনে খবর বেশি কিছু লিখব না। শুধু এটুকুই লিখব একজন সৎ ও ধর্মপ্রাণ মানুষকে কাঠগড়ায় দাঁড় করাতে যারা নোংরা রাজনীতি এবং নোংরা কাজ শুরু করেছেন তাদেরও চাবিকাঠি ছোট সংবাদ মাধ্যম হলেও আমাদের হাতে আছে। এবং সঠিক তথ্য তুলে দেওয়ার জন্য আমরা লেগে রয়েছি এই গুরুত্বপূর্ণ খবরে।
তদন্ত তদন্তের মতো হবে তা কেন্দ্রীয় সংস্থার হোক বা রাজ্য সংস্থার।  দায়িত্ব নিয়ে এটুকু আজকে আপনাদেরকে আশ্বাস দিতে পারি। এর গভীরে গিয়ে সঠিক তদন্ত  আমরাই তুলে ধরব আপনাদের সামনে। বিজ্ঞাপন করছি না স্পষ্ট কথা স্পষ্ট ভাবে চোখে আঙুল দিয়ে দেখাতে চাইছি আর দেখাবো আপনাদের। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব তারা বিভিন্ন রকম ভাবে তদন্ত চেয়েছেন আমরাও চাই তারা যে তদন্ত চেয়েছেন সেই তদন্তই অবশ্যই হোক আসল তথ্য বেরিয়ে আসুক মানুষ জানুক। এ শহরটা আমাদেরও। আমরাও এই শহরের নাগরিক। তাই এই শহরে ভালো-মন্দ সঠিক ভুল দিকটা বিচার করার দায়িত্ব এড়াতে পারিনা আমরাও আর আপনাদের সঠিক তথ্য দেওয়াই আমাদের লক্ষ্য অবশ্যই প্রমাণ সহ.. সেই চেষ্টায় আছি আমরা.. । কিছু দালালকে কিছু নোংরা মানুষকে টাকা দিয়ে যারা বেআইনিভাবে দখলদারি করেছিলেন সিটি সেন্টার সহ শহরের অন্যান্য জায়গায়, তারা আজকে খুব খুশি হয়েছেন এই জন্যই তাদেরকে উচ্ছেদ করেছিলেন এ ডি ডি এ কর্তৃপক্ষ আর কঠোর মনোভাব নিয়েছিলেন চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়। আজকের এই ঘটনা দেখে অনেক উৎফুল্ল ছিলেন সে সব বেআইনি দোকান করা মানুষেরা। বলছিলেন মানুষের দীর্ঘশ্বাস তাই এটা হল। কিন্তু সত্যিই কি মানুষের দীর্ঘশ্বাস নাকি কোন গভীর চক্রান্ত?????? নাকি সুযোগের সদ্ব্যবহার করল কিছু ??????? শ্রদ্ধার সাথে ঘটা করে বিশ্বকর্মা পূজো হয়েছিল কিন্তু বিশ্বকর্মাও কেমন যেন চোখ বুজে ফেললেন..
বিভিন্ন প্রফেশনের বিভিন্ন  লোকেরা উস্কানিমূলক কাজে হয়তো ছিলেন আবার নাও ছিলেন। এডিডিএ বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে সারাদিন ছ ঘন্টা অনেকের অনেক তথ্য অনেক কথা শুনেছি।  গতকাল দুপুরে পর থেকে কি কি হল টাইম টু টাইম আমরা পরপর বিবরণ দেব আমাদের খবরে চোখ রাখুন।বিশ্বকর্মা পুজো থেকে পুরনো মাননীয় জেলা শাসকের চলে যাওয়া নতুন জেলা শাসকের আগমন সহ  নতুন সি ইও ম্যাডামের দায়িত্বভার নেওয়া কয়েকদিন আগে, শক্ত হতে কঠোরভাবে দায়িত্বভার সামলানো মাননীয়া ম্যাডামের। ভক্তি ভরে বিশ্বকর্মা পূজো পালন সংস্থার । তার সঙ্গে অবশ্যই খাওয়া দাওয়া... সেখানে কে কে উপস্থিত ছিল সন্ধে বেলা কারা ছিলেন ।  নিরাপত্তা রক্ষীরা কে কে ছিল কে প্রথম আগুন দেখল কে প্রথম খবর দিল দমকল কতক্ষণ পরে এলো এতক্ষন লেগে গেল কেন আগুন নেভাতে...দমকল কেন পর্যাপ্ত জল না পাওয়ার অভিযোগ করছে সব চুলচেরা বিশ্লেষণ হবে।
. স্টেপ বাই স্টেপ । সব  বিশ্লেষণে আমরা খবরে তদন্তে বিশ্লেষণে লেগে রয়েছি... কিছুদিন আগে ধর্ম নিয়ে রাজনীতি করা একটি মাঠের বিভিন্ন পুজো নিয়ে কোনো একজন নিকৃষ্টমানের সাংবাদিককে দিয়ে খবর করিয়েছেন আরো একজন নিকৃষ্ট মনের সাংবাদিক । এমনটাই অভিযোগ শহরের ধর্মপ্রাণ মানুষের। আমাদের প্রিয় সহ দুর্গাপুরে এটা আগে ছিল না এটা নতুন শুরু হয়েছে। কারণ এখন তো সবাই সাংবাদিক কেউ ফেসবুক কেউ পোর্টাল কেউ ইউটিউব সবাইকে ছোট করছি না ।  কিন্তু যারা মূল্যবোধ নিয়ে সাংবাদিকথা করেন সত্যি কারের সাংবাদিকতা করতে চান তাদের পক্ষে এটা ভীষণ খারাপ। শহরকে ভালো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে গিয়ে কঠোর সিদ্ধান্তের জন্য নোংরা লোক গুলো প্রকাশ্যে যে নোংরামি করছে তার দায়ভার কে নেবে সেটাই দেখার বিষয় এবং নামগুলো প্রকাশ্যে আনার বিষয়। সেটাকে নিয়ে খবর করা সব চুলচেরা বিশ্লেষণ হবে দুর্গাপুর আপডেটের সংখ্যায়। চোখ রাখুন আর গুজবে কান দেবেন না। আমরা যখন যে খবরটা আপনাদেরকে জানাবো তথ্যভিত্তিক এবং প্রমাণসহই জানাবো।আর সবশেষে অবশ্যই তাপস বাবুকে জানাবো সমস্ত ধ্বংসলীলা চাক্ষুষ করে আপনার চেম্বারে ভগবান কে  প্রণাম করার পর ছল ছল চোখে আপনি নিঃশব্দে নেমে চলে গেলেন । শুধু এটুকুই বলবো সত্যের জয় হবে ভরসা রাখুন

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot