দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : স্বামী বিবেকানন্দের ডাকনাম ছিল নরেন। আর সেই নরেনের আত্মা ঢুকেছে আরেক নরেনের মধ্যে। দুর্গাপুরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বক্তব্যে চাঞ্চল্য রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার বললেন পাগলের প্রলাপ। স্বামী বিবেকানন্দর আত্মা প্রবেশ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে ! আজ দুর্গাপুরে এসে এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অশ্বিনী কুমার চৌবে। আর এই বক্তব্য নিয়েই শুরু হয়েছে আলোড়ন। কিন্তু হঠাৎ তিনি এমন কথা বলতে গেলেনই বা কেন ? এদিন প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার উদ্বোধন হয়েছে দেশ জুড়ে , সেই উপুলক্ষেই দুর্গাপুরের সি আরপিএফ ক্যাম্পে এক অনুষ্ঠানে এসেছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। এই যোজনার উপকারিতা ব্যাখ্যা করতে গিয়ে তিনি প্রধানমন্ত্রীকে আধুনিক ভারতের রূপকার বলে মন্তব্য করেন । সেই বক্তব্যের ব্যাখায় তিনি বলেন উনিও এক নরেন্দ্র ছিলেন যিনি ১৮৯৩ সালে শিকাগো হিন্দু মহাসভায় গিয়ে বলেছিলেন যে একবিংশ শতাব্দীর ভারত আমাদের হবে, আজ আধুনিক ভারতের রূপকার নরেন্দ্র মোদীর মধ্যে সেই নরেন্দ্রর আত্মা প্রবেশ করে গেছে। ঠিক কি বলেছেন মন্ত্রী , শুনব আমরা।
অন্যদিকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। তিনি নিজেকে স্বামী বিবেকানন্দর প্রতিবেশী বলেন ও কেন্দ্রীয় মন্ত্রীকে তার এই বক্তব্যের জন্য পাগল আখ্যা দিয়েছেন ।
গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতের পাশাপাশি প্রদীপ মজুমদার সম্প্রতি সমবায়ের মতন গুরুত্বপুর্ন দপ্তরের দায়িত্ব পেয়েছেন। সেই উপলক্ষে এদিন দুর্গাপুরের এক স্বেচ্ছাসেবী সংস্থা ও দুর্গাপুর নাগরিক সমাজের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। রীতিমতন ঢাক ঢোল বাজিয়ে মন্ত্রীকে অভিনন্দন জানান শহরের বিশিষ্ট নাগরিকবৃন্দ। পাশাপাশি রাষ্ট্রপতি পুরষ্কার প্রাপ্ত শিক্ষক রমেশ রক্ষিত কেও সংবর্ধনা জানান হয়।
No comments:
Post a Comment