DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, September 4, 2023

বেআইনি বালি কারবারিদের দাপটে অতিষ্ঠ কাঁকসার বনকাটি অঞ্চলের গ্রামবাসীরা।

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : বেআইনি বালি কারবারিদের দাপটে অতিষ্ঠ গ্রামবাসীরা এই ঘটনা পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা ব্লকের বনকাটি পঞ্চায়েত এলাকায়।  চরম উত্তেজনা দুর্গাপুরের কাঁকসার বনকাটি পঞ্চায়েতের ডাঙ্গা পাড়ায় । শুধু বনকাটি নয় বনকাটি আমলাজোড়া এরকম নানান গ্রামেই একই সমস্যা অজয় নদী থেকে বেআইনিভাবে বালি তুলে গ্রামের রাস্তা দিয়ে সেই বালি নিয়ে যেতে গিয়েই বিপত্তি। অবৈধ বালি কারবারে  অতিষ্ট হয়ে মহিলারা রাস্তা বাঁশ দিয়ে ঘিরে বালিঘাটের রাস্তা বন্ধ করে দেয়। যার ফলে নদী থেকে সরাসরি বালি তুলে নিয়ে যাওয়ার সময় প্রচুর ট্রাক্টর আটকে পড়ে। নদী থেকে বালি তোলার ফলে ক্রমাগত জল পড়ে যাচ্ছে ট্র্যাক্টার থেকে এর ফলে এক দিকে যেমন রাস্তা নষ্ট হচ্ছে ভারী ভারী চাকা আর জলে অন্যদিকে রাস্তার পাশে থাকা ঘর বাড়ি ও নষ্ট হচ্ছে এইভাবে বেআইনিভাবে বালি নিয়ে যাওয়ার ফলে। এই প্রতিবাদ করতে গিয়ে মহিলাদের প্রাণনাশের হুমকি  দিচ্ছে বালি মাফিয়ারা গাড়ি চাপা দিয়ে মেরে ফেলারও হুমকি দিচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীদের । বাড়ি ঘরে ফাটল রাস্তা চলার অযোগ্য নিজেদের জীবন বিপন্ন তাও প্রতিবাদ করতে পারবেন না করলেই প্রাণনাশের হুমকি সব জেনেও প্রশাসন চুপ আবার এই ডাঙ্গাপাড়ার এলাকা হচ্ছে বনকাটি পঞ্চায়েত  প্রধানের এলাকা সেখানকার বাসিন্দারা নিরাপত্তা অভাব বোধ করছে। বাসিন্দাদের প্রবল প্রতিবাদে আজ পিছু ওঠেছে বালি মাফিয়ারা তারা এই রাস্তা দিয়ে গাড়ি চলতে দেবে না তাতে তাদের প্রাণ চলে যায় যাক কোনভাবেই আর মাথা নত করতে রাজি নয় এলাকার মানুষ।  বনকাটি পঞ্চায়েতের বিজেপি সদস্যার অভিযোগ জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত এখন তো নদী থেকে বালি তোলা নিষিদ্ধ তাহলে কোন ক্ষমতা বলে তারা নদী থেকে বালি তুলছে। তৃণমূল ব্লক সভাপতির দাবি দল এই সব বরদাস্ত করবে না । বনকাটি আমলাজোড়া এলাকায় এই অবৈধ বালির কারবার চলছে সম্পূর্ণভাবে প্ল্যানিং করে। ট্রাক্টারে করে বালি নিয়ে এসে এক জায়গায় মজুদ করে সেখান থেকে বড় বড় ডাম্পরে লরিতে বালি পাচার হয়ে যাচ্ছে বিভিন্ন জেলায় এমনটাই অভিযোগ। অন্যদিকে পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় বলে অভিযোগ উঠলেও ব্লক ও পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে এ বিষয়ে নজরদারি রয়েছে এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে যারা এইভাবে বেআইনি বালি কারবার করছে বা বালি তুলছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং অভিযোগ মাফিক গ্রেফতার করা হবে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot