DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, August 23, 2025

শিশু সুরক্ষার স্বার্থে গুরুত্বপূর্ণ বৈঠক দুর্গাপুরে হাইকোর্টের বিচারপতিদের

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দপ্তরের সহযোগিতায় এবং কলকাতা হাইকোর্টের জুভেনাইল জাস্টিস কমিটির তত্ত্বাবধানে দুর্গাপুর মহকুমা শাসক ভবনে চলছে ক্লাস্টার–ভি মিট। পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম ও হুগলি জেলার যৌথ উদ্যোগে আয়োজিত এই বৈঠককে কেন্দ্র করে সকাল থেকেই মহকুমা শাসক ভবনে রয়েছে অটোসাটো নিরাপত্তা। প্রশাসনিক ভবনের প্রবেশদ্বার থেকে শুরু করে ভেতরের প্রতিটি প্রান্তে ছিল পুলিশি টহল ও বাড়তি নজরদারি। প্রশাসনিক সূত্রের খবর, বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা, বিচারপতি শম্পা রায় এবং স্মিতা দাস দে । পাশাপাশি চার জেলার জেলা বিচারক, অতিরিক্ত জেলা বিচারক ও মহকুমা আদালতের বিচারকরাও বৈঠকে অংশ নেন। শিশুদের ন্যায়বিচার, অধিকার সুরক্ষা এবং কল্যাণমূলক পদক্ষেপকে কেন্দ্র করে চার জেলার যৌথ সমন্বয় ঘটাতেই মূলত এই আয়োজন। বৈঠকে আলোচনা হচ্ছে কীভাবে শিশুদের সুরক্ষা, পুনর্বাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনিক ও আইনি সংস্থাগুলির মধ্যে আরও কার্যকরী সমন্বয় আনা যায়। জুভেনাইল জাস্টিস অ্যাক্ট কার্যকরভাবে প্রয়োগে আদালত ও প্রশাসনের মধ্যে এই ধরনের সমন্বিত বৈঠক অত্যন্ত জরুরি বলেই মত অংশগ্রহণকারীদের। শিশুদের প্রতি অন্যায় বা অপরাধের ঘটনা এড়াতে আইনি দৃষ্টিকোণ ছাড়াও সমাজকল্যাণমূলক পরিকল্পনার ওপর বিশেষ জোর দেওয়ার কথা উঠে আসে আলোচনায়। চার জেলার বিচারক ও প্রশাসনিক কর্তারা শিশু সুরক্ষা কমিটি এবং সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে দ্রুত ও কার্যকরী পদক্ষেপ কীভাবে নেওয়া সম্ভব হবে, সেই দিকেও জোর দেওয়া হয়। বৈঠক ঘিরে নিরাপত্তা ব্যবস্থা এতটাই কড়াকড়ি ছিল যে বহিরাগতদের প্রবেশাধিকার কার্যত সীমিত রাখা হয়।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot