DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, September 20, 2023

যারা ঘোলা জলে মাছ ধরতে নেমেছেন তারা দুঃখই পাবেন বললেন তাপস বন্দ্যোপাধ্যায়

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : আসানসোল দুর্গাপুর - উন্নয়ন পর্ষদের ভবন পরিদর্শনে এলেন চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় কথা বলেন অধিকারীকদের সাথে। বললেন সব সুরক্ষিত আছে চিন্তার কোন কারণ নেই। যারা ঘোলা জলে মাছ ধরতে নেমেছেন তাদের আনন্দ পাবার কোন সম্ভাবনা নেই তারা দুঃখই পাবেন বললেন সংস্থার চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়।আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের বিভিন্ন দপ্তর পুড়ে ছাই হয়ে যাওয়ার পর যুদ্ধকালীন তৎপরতায় বিল্ডিং এর পেছনে একটি অস্থায়ী অফিস ক্যাম্প করা হয়েছে যেখানে ১৪০ জন এই সংস্থার কর্মী সকাল থেকে সাধারণ মানুষকে জরুরি পরিষেবা দিচ্ছেন। থেমে নেই আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের কাজকর্ম। বিভিন্ন দপ্তরের বিভিন্ন টেবিল করা হয়েছে সেখানে সাধারণ মানুষ প্রতিদিন যেমন নিজেদের কাজে বা নিজেদের জিজ্ঞাসা বা অভিযোগ বা কোন কিছু জমা দেওয়া বা অন্যান্য যে সমস্ত সরকারি কাজ সবকিছুই করতে পারছেন এই অস্থায়ী ক্যাম্পে। অন্যদিকে তিন তলায় আগুনে পুড়ে যাওয়া সমস্ত অফিস পরিষ্কার করার কাজ চলছে। দুর্গাপুরের শঙ্করপুর থেকে এসেছে ফরেনসিক টিম তদন্তের জন্য। দুটি দমকল এর ইঞ্জিন রাখা হয়েছে কিছু চাপ আগুন আছে তা নেভানোর জন্য এবং হঠাৎ করে কোন সমস্যা হলে যাতে তাড়াতাড়ি মোকাবেলা করা যায় সেজন্য। সুতরাং একদিকে যেমন কাজ চলছে অন্যদিকে তেমনি পরিষেবার কাজও থেমে নেই। কম্পিউটারের হার্ডডিক্স সহ সমস্ত নথি সুরক্ষিত আছে বললেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot