DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, September 20, 2023

চুরির তদন্তে বড়সড় সাফল্য জামুরিয়া থানার উদ্ধার ১০৫ গ্রাম সোনা

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুর থানা, নিউ টাউনশিপ থানা, বিভিন্ন থানায় দক্ষতার সঙ্গে কাজ করেছেন ওসি রাজশেখর মুখোপাধ্যায়। শুধু তাই নয় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের গোয়েন্দা বিভাগের থাকাকালীন ওশি রাজশেখর মুখোপাধ্যায় দুটি গুরুত্বপূর্ণ ঘটনায় প্রশংসার দাবি রেখেছিলেন। জামুড়িয়ার মত খনি এলাকার একটি গুরুত্বপূর্ণ থানায় গিয়ে দায়িত্বভার গ্রহণ করার পর বড়সড় সাফল্য এল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ।   চুরির অপরাধে গ্রেপ্তার করে পুলিশ পেল বড়সড় সফলতা। দেখা গেল প্রতিবেশীরাই এই চুরির সঙ্গে জড়িত । বুধবার পুলিশ, এই ঘটনায় যুক্ত থাকা দুই অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে । দেখা গেল চুরির ঘটনা সঙ্গে যারা যুক্ত তারাই ওই ব্যক্তির প্রতিবেশী। চার মাস আগে, এক গৃহস্থের পরিবারের সকল সদস্যরা যাত্রা দেখতে যায় বাড়ির ধর্মরাজ মন্দিরে। আর চোরের দল সুনির্দিষ্ট পরিকল্পনা মত সেই সুযোগ কে কাজে লাগিয়ে দুঃসাহসিক চুরির ঘটনা যুক্ত হয়ে পড়ে। এবার পুলিশ দীর্ঘ তদন্ত করে সেই চুরির ঘটনার কিনারা করে, এই ঘটনার সঙ্গে যুক্ত থাকা দুই অপরাধীকে সঙ্গে নিয়ে, চুরির ঘটনার পুননির্মাণ করল। ছয় ই মে এই ঘটনাটি ঘটে জামুড়িয়া থানার কেন্দা ফাঁড়ি এলাকার হিজল গড়া গ্রামে। এখন জামুড়িয়া থানার দায়িত্ব পেয়েছেন রাজশেখর মুখোপাধ্যায়। দায়িত্বভার গ্রহণ করার পর তদন্তে কোমর বেঁধে নেমে পড়েন পুরো টিম নিয়ে। ৬ই মে রাত্রে হিজলগড়ার ধর্মরাজ মন্দির এলাকায় প্রাক্তন খনি কর্মী নীলকমল ভট্টাচার্যর বাড়ির সকল সদস্যরা, চলে যান বাড়ির দরজা-জানলা বন্ধ করে। এরপরই যাত্রার মাঝে রাত্রি এগারোটা নাগাদ নীলকমল বাবুর ছেলে মৃণাল ভট্টাচার্য, বাড়ি এসে দেখেন বাড়ির সদর দরজা ভেতর থেকে লাগানো রয়েছে, বিষয়টি দেখে তিনি তড়িঘড়ি পেছন থেকে দরজা খুলে দেখেন দরজার তালা ভাঙ্গা। বাড়িতে ঢুকে দেখেন বাড়ির সমস্ত জিনিস লন্ডভন্ড হয়ে রয়েছে। বাড়ির মধ্যে থাকা দুটি লোহার আলমারি ভেঙ্গে তার মধ্যে থাকা বেশ কয়েক ভরি সোনার অলংকার ও বাড়ির মধ্যে থাকা বেশ কিছু নগদ টাকা, চুরি করে নিয়ে যায় চোরের দল। পুলিশকে জানানো মাত্রই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে, সমস্ত ঘটনার তদন্ত শুরু করে পুলিশ কর্মীরা। এই ঘটনায় কারা কারা যুক্ত রয়েছে তা নিয়ে দীর্ঘ অনুসন্ধানের পর জামুরিয়ার হিজলগড়া এলাকা থেকেই বছর ২৮ এর শেখ সইম ও বছর ৪৫ এর শেখ বাবলুকে, গ্রেফতার করে জামুড়িয়া থানার পুলিশ ।  টানা জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া সোনার অলংকারের প্রায় ১০৫ গ্রাম সোনা উদ্ধার করে ওই ব্যক্তিদের কাছ থেকে। বুধবার এই ঘটনার পুনর্নির্মাণ করে সমস্ত ঘটনা সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার ডক্টর এস এস কুলদীপ, উপস্থিত ছিলেন এসিপি সেন্ট্রাল টু শ্রীমন্ত ব্যানার্জি, জামুরিয়া থানার নতুন ভারপ্রাপ্ত ওসি রাজশেখর মুখার্জি, কেন্দা  ফাঁড়ির আইসি সুকান্ত দাস সহ পুলিশের অন্যান্য আধিকারিকেরা।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot