দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : গত পঞ্চায়েত নির্বাচনের পর কাঁকসা ব্লকের সমস্ত জয়ী প্রার্থীদের নিয়ে বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে শুরু হয়েছে কাঁকসা ব্লকের চারটি গ্রাম পঞ্চায়েতের ভোট গঠন প্রক্রিয়া। এদিন কাঁকসা ব্লকের কাঁকসার আমলা জোড়া, গোপালপুর, কাঁকসা গ্রাম পঞ্চায়েত এবং কাঁকসার ত্রিলকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের সমস্ত জয়ী প্রার্থীদের বোর্ড গঠনের জন্য ডাকা হয়।
সকাল ১১ টার মধ্যে সমস্ত জয়ী প্রার্থীরা চারটি গ্রাম পঞ্চায়েতে প্রবেশ করেন। এখানে ভোটাভুটিতে অংশ নিতে পঞ্চায়েতে আসেন বিরোধীরাও। কাঁকসা গ্রাম পঞ্চায়েতের সামনে থেকে বর্ধমান সদরের বিজেপির জেলা সহ সভাপতি রমন শর্মা জানিয়েছেন বিডিও অফিস থেকে তাদের প্রার্থী দের ভোটাভুটিতে অংশ নেওয়ার জন্য ডাকা হয়। সেই কারণে বিজেপির কাঁকসা গ্রাম পঞ্চায়েতের জয়ী প্রার্থীরা পঞ্চায়েতে উপস্থিত হয়েছেন। তিনি জানিয়েছেন গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে তারা নিয়ম মেনে ভোটাভুটিতে অংশ নিচ্ছেন। সকাল থেকেই কাঁকসার চারটি গ্রাম পঞ্চায়েতের সামনে যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। তাই সকাল থেকেই চারটি গ্রাম পঞ্চায়েতের সামনে কড়া প্রহরায় মোতায়েন রয়েছেন কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী।
দুপুর ১টা নাগাদ কাঁকসা গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত প্রধান সুমনা সাহা এবং উপ প্রধান নাসিম হায়দার মল্লিক কে নিয়ে কাঁকসা গ্রাম পঞ্চায়েত কার্যালয় থেকে পানাগড় বাজারের তৃণমূলের দলীয় কার্যালয় পর্যন্ত মিছিল করে তৃণমূলের কর্মী সমর্থকেরা।
এদিন একে অপরকে সবুজ আবির মাখিয়ে ব্যান্ড পার্টি নিয়ে মিছিল করেন তৃণমূল কর্মীরা।
মিছিলে উপস্থিত ছিলেন কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি ভবানী ভট্টাচার্য, পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের কিষাণ ক্ষেত মজদুর সংগঠনের জেলা সভাপতি জয়ব্রত বৈদ্য সহ কাঁকসা ব্লকের তৃণমূলের কর্মী সমর্থকেরা। কাঁকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমনা সাহা জানিয়েছেন মহিলাদের শিক্ষার ক্ষেত্রে উন্নয়ন ঘটানো হবে তার প্রথম লক্ষ্য। এছাড়াও এলাকায় যে সমস্ত উন্নয়নের কাজ এখনো বাকি রয়েছে সেই সমস্ত কাজ দ্রুত শুরু করবেন বলে জানিয়েছেন তিনি।
No comments:
Post a Comment