DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, August 10, 2023

আবাসনের লিজ চুক্তি নিয়ে মিশ্র ইস্পাত কারখানার সামনে বিক্ষোভ অবসরপ্রাপ্ত কর্মী সংগঠনের

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক :  দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানার সামনে বিক্ষোভ কারখানার আবাসনের লিজ হোল্ডার  প্রাক্তন কর্মী সংগঠনের।আজ দুর্গাপুরের মিশ্র ইস্পাত কারখানার সামনে বিক্ষোভ দেখান দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানার প্রাক্তন কর্মীরা। এই প্রাক্তন কর্মীরা দীর্ঘদিন ধরে কারখানার আবাসনে লিজ চুক্তির মাধ্যমে রয়েছেন। এবছর দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ সেইল এর নির্দেশ অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছেন যারা লিজ চুক্তির মাধ্যমে আবাসনে রয়েছেন তাদের পুর্ননবীকরণ করতে হবে। তবে পুনর্নবীকরণ করতে গেলে নতুন যে নিয়ম-নীতির কথা বলা হয়েছে তা প্রচুর খরচ সাপেক্ষ এবং চুক্তির মেয়াদও কম । কারখানার প্রাক্তন কর্মীদের সংগঠন তাই পুরনো লিজ চুক্তি বহাল রাখতে আন্দোলনে নেমেছেন কারখানার গেটের বাইরে। কারখানার অবসরপ্রাপ্ত প্রায় শতাধিক কর্মী আজ এই সকাল থেকে কারখানার গেটে আন্দোলনে সামিল হয়েছেন । তারা জানিয়েছেন পুরনো লিজ চুক্তি বহাল রাখতে হবে নতুন লিজ চুক্তি বাতিল করতে হবে না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot