দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : কাঁকসার রাজবাঁধ এলাকা থেকে এক কিশোরকে উদ্ধার করল কাঁকসা থানার পুলিশ। উদ্ধার হওয়া কিশোরের নাম মহাদেব বিশ্বাস। তার বাড়ি বাঁকুড়ার চকবাজার এলাকায়। শুক্রবার ভোর রাত্রে ওই কিশোরকে রাজবাঁধ এলাকার জাতীয় সড়কের আন্ডারপাসে কাঁকসা থানার পুলিশ বসে থাকতে দেখে তাকে জিজ্ঞাসাবাদ করার সময় পুলিশ জানতে পারে সে বাড়ি থেকে পালিয়ে এসেছে।এরপর উদ্ধার করে কাঁকসা থানায় নিয়ে আসে কাঁকসা থানার পুলিশ কর্মীরা। মহাদেব বিশ্বাস নামের ওই কিশোর জানিয়েছে, বৃহস্পতিবার সকালে তার বাবার কাছে মোবাইল ফোন চাওয়ায় তার বাবা তাকে মারধর করে। এরপরই সাইকেল নিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে যায়।
বাঁকুড়া থেকে ওই কিশোর সাইকেল চালিয়ে এসে পৌছায় রাজবাঁধ এলাকায়। সারাদিন ধরে সে রাজবাঁধের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ালেও পড়ে পথ ভুলে যাওয়ার আর বাড়ি ফিরতে পারেনি। অন্যদিকে বাড়ির কারোর ফোন নম্বর মনে না থাকায় পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করতে সমস্যায় পড়েছে কাঁকসা থানার পুলিশ। শুক্রবার সকালে কাঁকসা থানার পুলিশ বড়জোড়া থানার সাথে যোগাযোগ করে ওই কিশোরের পরিবারের সদস্যদের খোঁজ শুরু করেছে। সংবাদ মাধ্যমে এই খবর সম্প্রচার হওয়ার পরই ওই কিশোরের পরিবারের সদস্যরা কাঁকসা থানায় ছুটে আসে এবং সঠিক পরিচয় দিয়ে ওই কিশোকে বাড়ি ফিরিয়ে নিয়ে যায়।
কাঁকসা থানার পুলিশ কর্মীরা ওই কিশোরকে এই ধরণের কাজ না করার জন্য আবেদন করলে নিজের ভুল বুঝতে পেরে ওই কিশোর আর কোনোদিন বাড়ি ছেড়ে কোথাও যাবে না এবং মন দিয়ে পড়াশোনা করে বড় হয়ে নিজের রোজগারের টাকায় মোবাইল কিনবে এবং বাবার কাছে আর মোবাইল চাইবে না বলে প্রতিশ্রুতি দেয়।
No comments:
Post a Comment