দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : আজ বাইশে শ্রাবণ। কবি গুরুকে শ্রদ্ধা জানিয়ে দুর্গাপুর পুর নিগমের তরফে দুর্গাপুরের সংস্কৃতিমনস্ক মানুষদের জন্য নবনির্মিত নতুন শীততাপ নিয়ন্ত্রিত হলের উদ্বোধন হলো নাম বিধানচন্দ্র রায় হল।
দুর্গাপুর পুর নিগমের নিজস্ব ভবনের নিচে একতলায় পুরনো তথ্য সংস্কৃতি দপ্তরের হল কে নতুন করে আধুনিকীকরণ করে ১৬৫ সিট বিশিষ্ট শীততাপ নিয়ন্ত্রিত নবনির্মিত হলের উদ্বোধন হয়। নতুন এই হলের নামকরণ হয় বিধানচন্দ্র রায় হল বিধানচন্দ্র রায় হল। 62 লক্ষ 77 হাজার টাকা ব্যয় নতুন করে এই হলের আবারো উদ্বোধন হলো। মূলত দুর্গাপুরের সংস্কৃতিমনস্ক শিল্পী সহ বিভিন্ন সংস্থা তারা দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহ ভাড়া করতে গিয়ে অনেক সময় অনুষ্ঠান করতে পারেন না টাকার অভাবে তাই কম টাকায় এই হল ভাড়া পাওয়া যাবে দুর্গাপুরের কৃষ্টি সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে এমনটাই ভাবনা দুর্গাপুরের পুর প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়ের। তিনি বলেন সংস্কৃতি মনস্ক মানুষের জন্য এমনিতেই সৃজনী প্রেক্ষাগৃহের ভাড়া আমি কমিয়ে দিয়েছি। কিন্তু তারপরও যদি কারো সেই টাকা দিতে অসুবিধা হয় তার জন্য এই হলের প্রয়োজন ছিল। এখানে অনেক কম টাকায় শীততাপ নিয়ন্ত্রিত হলে অনুষ্ঠান করতে পারবেন বিভিন্ন সংস্থার শিল্পীরা। এর কিছুদিন আগেও সিধু কানু ইনডোর স্টেডিয়াম কে নতুন করে রং করে কয়েক লক্ষ টাকা দিয়ে নতুন করে আলো ভেতরে ডেকরেশন কাঠের মেঝে সহ ছাদ পুরোটাই রিপেয়ার করে নতুন করে সাজিয়ে তুলেছেন চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়। আজ এই হলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান কবি দত্ত সহ দুর্গাপুর পুর নিগমের দায়িত্ব প্রাপ্ত বিশিষ্ট আধিকারিক সহ প্রাক্তন মেয়র পারিষদ ও কাউন্সিলররা।
No comments:
Post a Comment