দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুরের সিটিসেন্টারে এডিডিএ র তরফ থেকে অবৈধ উচ্ছেদে অভিযানকে ঘিরে ধুন্ধুমার কান্ড। তাড়া খেয়ে পালালেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের অধিকারিকেরা। বেশ কয়েকদিন ধরে সিটি সেন্টার জুড়ে চলছে বেআইনি দোকানপাট সহ দখলদারি নানান উচ্ছেদ প্রক্রিয়া। এর আগে দুর্গাপুর বাসস্ট্যান্ডের বিভিন্ন বেসরকারি বাসের দখল করা দোকান সহ অন্যান্য বাস স্ট্যান্ড দখল করে রাখা দোকান উচ্ছেদ প্রক্রিয়া করে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ।
মঙ্গলবার সকালে দুর্গাপুরে সিটি সেন্টার এলাকার বিদিশা আবাসন সংলগ্ন রাস্তার ওপর অবৈধ উচ্ছেদ অভিযানে নামে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। বেশ কয়েকটি অবৈধ দোকানপাট ভেঙ্গে ফেলেন তারা। কিন্তূ ওই এলাকায় এডিডিএ'র জমিতে অবৈধভাবে গড়ে ওঠা প্রচেষ্ঠা নামক ক্লাবকে ভাঙতে গেলে ক্লাবের সদস্যরা রুখে দাঁড়ায় বলে অভিযোগ। তাদের দাবি ওই এলাকায় এডিডিএর জমিতে অবৈধভাবে গড়ে উঠেছে তৃণমূলের একটি দলীয় কার্যালয়। তাদের প্রশ্ন সেটি কেন ভাঙছে না এডিডিও কর্তৃপক্ষ। সে নিয়ে সরকারি আধিকারিকদের সঙ্গে বচসায় জড়ায় ক্লাব সদস্যরা। তাড়া খেয়ে পালিয়ে যায় আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের আধিকারিকরা ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। বাধার মুখে পড়ে আপাতত বন্ধ অবৈধ উচ্ছেদ অভিযান। তবে পরিষ্কার ভাষায় আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন কোনরকম বেআইনি দোকানপাট বা নির্মাণ বরদাস্ত করা হবে না আইন অনুযায়ী সব কিছুই ভেঙে ফেলা হবে। তিনি বলেন সরকারিভাবে দোকানপাট করে দেওয়ার পরও তারা বস্তির দোকানগুলো না ছেড়ে রাস্তায় ফুটপাত দখল করে সেই দোকানগুলো অন্য লোককে ভাড়া দিয়ে দিয়েছে এসব আর চলবে না এখানে। বেআইনিভাবে সাইকেল স্ট্যান্ড থেকে শুরু করে বিভিন্ন দোকান টাকার বিনিময়ে বসিয়ে দিয়েছে, কিছু অসাধু লোকজন সেখানে দলেরও কিছু কর্মী জড়িত আছে বলে খবর পেয়েছি। আইন অনুযায়ী সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে সব ভেঙে ফেলা হবে। কারো কথায় কোন কাজ হবে না।
No comments:
Post a Comment