DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, August 7, 2023

দুর্গাপুরে তৃণমূলের মহাসভায় আমন্ত্রণ পেলেন না বিশ্বনাথ পাড়িয়াল আবারো প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ দুর্গাপুরে

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক :  দুর্গাপুর পুর ভোটের আগে আবারো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ  প্রকাশ্যে। বিজেপির পাল্টা সভায় দুর্গাপুরের সগরভাঙ্গায় মঞ্চে তৃণমূলের চাঁদের হাট , কে নেই সেখানে , তিনজন ক্যাবিনেট মন্ত্রী , জেলা সভাপতি , বিধায়ক, শ্রমিক সংগঠন,ছাত্র,যুব,মহিলা সব সংগঠনের নেতৃত্ব হাজির মঞ্চে। কিন্তু বিস্ময়কর ভাবে সেই সভায় অনুপস্থিত প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন আইএনটিটিইউসি জেলা সভাপতি বিশ্বনাথ পাড়িয়াল। তাঁকে আমন্ত্রনই জানানো হয়নি , তাই সরাসরি দলীয় নেতৃত্বের বিরূদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিশ্বনাথ পাড়িয়াল। জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী রবিবার সভার দিন সকালে তাঁকে ফোন করে জানতে চেয়েছিলেন যে তিনি আসছেন কি না। আমন্ত্রন যায়নি শুনে সভাপতি বলেন যে অবিলম্বে ব্লক থেকে ফোন করা হবে , কিন্তু সেই ফোন রবিবার পেরিয়ে সোমবারও এল না , জানালেন বিশ্বনাথ পাড়িয়াল। আরও একবার এই শহরে শাসক দলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এল।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot