DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, August 12, 2023

দুর্গাপুর মহকুমা হাসপাতালে এমার্জেন্সি অবজারভেশন ইউনিটের উদ্বোধন

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক :  দুর্গাপুর সাবডিভিশন হাসপাতালে  ইমারজেন্সী অবজারভেশন ইউনিটের শুভ উদ্বোধন হয় শুক্রবার বেলা দেড়টা নাগাদ। শুভ উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার। মন্ত্রী প্রদীপ মজুমদার জানান রাজ্য সরকার এর মাননীয়া মুখ্যমন্ত্রী বিশেষ নজর দিয়েছেন যেভাবে দুর্ঘটনা বাড়ছে তাতে আরো এরকম ইউনিটের দরকার। তাই জেলায় জেলায় জরুরী ভিত্তিক এই পরিষেবা যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত হাসপাতালে চালু করা হবে। এদিন ইউনিটের উদ্বোধন অনুষ্ঠানে  ছিলেন দুর্গাপুর মহকুমা হাসপাতাল রোগী উন্নয়ন সমিতির চেয়ারম্যান কবি দত্ত সহ পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য দীপঙ্কর লাহা । এছাড়াও ছিলেন হাসপাতালের সুপার ধীমান মন্ডল সহ বিশিষ্টজনেরা। 
হাসপাতাল ও মন্ত্রী সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে একটি বেসরকারি সংস্থার সিএসআর প্রজেক্টের অর্থ ব্যয়ে ইউনিটটি নির্মাণ করা হয়েছে। প্রায় ৪৫ লক্ষ টাকা ব্যায়ে করা  ওই ইউনিটে জরুরী বিভাগের রোগীদের প্রাথমিক চিকিৎসা করা হবে। আপাতত ওই ইউনিটে ৫ টি শয্যা রয়েছে। রোগীদের আরও ভালো পরিষেবা দিতে এই উদ্যোগ বলে জানান রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot