দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : ছাত্র-ছাত্রীদের আরো বাড়তি নিরাপত্তা দিতে সক্রিয় দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার পুলিশ। পথ নিরাপত্তা সম্পর্কিত সচেতনতা বাড়াতে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার পুলিশের উদ্যোগ।
দুর্গাপুরের এমএএমসির মডার্ন হাইস্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে এক সচেতনতা মূলক র্যালির আয়োজন করে নিউ টাউনশিপ থানার পুলিশ। উপস্থিত ছিলেন দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার পুলিশ কর্মীরা, বিধান নগর ফাঁড়ির পুলিশ কর্মীরা, ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটরে ট্রাফিক কর্মীরা। নিউ টাউনশিপ থানার অফিসার ইনচার্জ রাজশেখর মুখার্জি জানান আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সেফ ড্রাইভ সেভ লাইফ সচেতনতার অন্তর্গত এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনি জানান বিশেষ করে ছাত্র-ছাত্রী এবং পথ নিরাপত্তা বিষয়ক অভিভাবকদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে এই অনুষ্ঠানের আয়োজন। যে সমস্ত স্কুলগুলি ব্যস্ততম রাস্তার পাশে সেই সমস্ত স্কুলগুলির পাশে ট্রাফিক গার্ডের এবং সিভিক ভলেন্টিয়ারদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি জনসাধারণ যাতে আরো বেশি সচেতন হয় সে বিষয়ক সচেতনতামূলক বার্তা এদিন দেয়া হয় অনুষ্ঠানের মাধ্যমে।
No comments:
Post a Comment