দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : রাহুল গান্ধীর পক্ষে সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরেই উচ্ছাস আনন্দে মিষ্টিমুখ করিয়ে দুর্গাপুর শিল্পাঞ্চলে কংগ্রেস নেতৃত্ব বিজয় উৎসব পালন করেন।
গতকাল শুক্রবার এক ঐতিহাসিক রায় দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট কংগ্রেস সংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে আনা যাবতীয় অভিযোগ খারিজ করে দিয়েছে এবং তার সংসদ পদ সসম্মানে ফেরানোর নির্দেশ দিয়েছে। এই নিয়েই আপাতত উত্তাল দেশের রাজনীতি। ব্যতিক্রম নয় পশ্চিমবঙ্গ। উল্লাসিত কংগ্রেস নেতৃত্ব গতকাল থেকেই গোটা দেশ জুড়ে উচ্ছ্বাস উৎসব পালন করছে। শনিবার দুর্গাপুরের কাদা রোড সংলগ্ন এলাকায় কংগ্রেস নেতা তরুণ রায়ের নেতৃত্বে রাহুল গান্ধীর ছবি ও কংগ্রেসের পতাকা নিয়ে উচ্ছাস উৎসব পালন করে। পথ চলতি মানুষ ও বাসযাত্রীদের মিষ্টি মুখ করানো হয়। কংগ্রেস নেতা তরুণ রায় বলেন এই জয় শুধু কংগ্রেসের নয় ,গোটা দেশের জয়, তাই গোটা দেশের মানুষ আজ রাস্তায় নেমেছে।
No comments:
Post a Comment