DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, August 5, 2023

রাহুল গান্ধীর জয়ে আনন্দে উচ্ছ্বসিত কংগ্রেস কর্মী সমর্থকেরা দুর্গাপুরের পানাগড় শিল্পতালুকে

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক :  সুপ্রিম কোর্টের নির্দেশে সাংসদ পদে বহাল থাকলেন সাংসদ রাহুল গান্ধী। একটি বিতর্কিত মন্তব্যের জেরে তার সাংসদ পদে স্থগিতাদেশ দেয় গুজরাত হাই কোর্ট। শুক্রবার সুপ্রিম কোটের বিচারপতি রাহুল গান্ধীকে সাংসদ পদে বহাল থাকার পাশাপাশি রাহুল গান্ধীর উপর যে সমস্ত নিষেধাজ্ঞা ছিল তা উঠিয়ে নেওয়া হয়। এই খুশিতে দেশজুড়ে কংগ্রেস কর্মী সমর্থকেরা আনন্দে মেতে উঠেছেন।
শনিবার সকাল ১১টা  থেকে রাহুল গান্ধীর ছবি গলায় ঝুলিয়ে কাঁকসার মোল্লাপাড়া থেকে মিছিল করেন কংগ্রেসের কর্মী সমর্থকরা। এদিন কাঁকসার মোল্লাপাড়া থেকে মিছিল শুরু করে সমগ্র পানাগড় বাজার ঘুরে পানাগড় বাজারের চৌমাথা মোড়ে এসে পথ সবার মাধ্যমে মিছিল শেষ হয়। এদিন মিছিল থেকে পথ চলতি মানুষদের মিষ্টিমুখ করান কংগ্রেসের কর্মী সমর্থকেরা। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাঁকসা ব্লকের কংগ্রেসের ব্লক সভাপতি পূরব ব্যানার্জি, কংগ্রেস নেতা ধর্মেন্দ্র শর্মা, শেখ ফিরোজ, প্রবীণ কংগ্রেস নেতা ইন্দ্র কুমার মেহেরা, ত্রিলোক চন্দ্রপুর অঞ্চল সভাপতি শফিকুল রহমান, কংগ্রেস নেতা মোজাম্মেল হক, পশ্চিম বর্ধমান জেলার কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবাশীষ বিশ্বাস সহ অন্যান্যরা।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot