DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, August 8, 2023

ভারতছাড়ো আন্দোলনের শতবর্ষে শ্রদ্ধা ও সম্মানের সাথে দুর্গাপুরে অনুষ্ঠান কংগ্রেসের

 দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক :  আজ  9ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের গান্ধীজীর ডাক দেওয়া আন্দোলনের মহান দিন উপলক্ষে দুর্গাপুর মহকুমা  সেবাদলের ডাকে দুর্গাপুর কণিস্ক রোডে এই দিনটি পালন করা হয় । এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস নেতা তরুণ রায়।গান্ধীজির প্রতিচ্ছবিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করেন । উপস্থিত নেতৃবৃন্দ ভারত ছাড়ো আন্দোলনের সেই সময়ের রূপরেখার উপর আলোকপাত করেন।তরুণ রায় বলেন গান্ধীজির নেতৃত্বে  বৃটিশকে ভারত ছাড়ার  ডাক দেন তেমনি আজ বিজেপি মুক্ত ভারত গড়ার সংকল্প  নিতে বলেন । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনটাক নেতা রাণা সরকার,  পূর্ণেন্দু পাণ্ডা ও কংগ্রেস সেবাদলের অমল হালদার, তুষার ঘোষ সহ  অন্যান্য নেতৃবৃন্দ । অন্যদিকে দুর্গাপুরে চন্ডীদাস মার্কেটে কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তীর নেতৃত্বে একইভাবে শ্রদ্ধার সঙ্গে এই দিনটি পালন করা হয় উপস্থিত ছিলেন  শিল্পাঞ্চলের বর্ষীয়ান কংগ্রেস নেতা সহ কর্মী সমর্থকরা।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot