DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, August 23, 2023

দুর্গাপুর নিউ টাউনশিপ থানার উদ্যোগে আদিবাসী মহিলা ফুটবলারদের উৎসাহ দিতে ফুটবল ম্যাচ

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : আদিবাসী মহিলা ফুটবলারদের  উৎসাহ জোগাতে বন্ধুত্বপূর্ণ একটি ফুটবল ম্যাচের আয়োজন করলে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গুরুত্বপূর্ণ নিউটনশীল থানার অফিসার ইনচার্জ রাজশেখর মুখোপাধ্যায়ের উদ্যোগে এই ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছিল স্থানীয় আরিয়ান ক্লাবের মাঠে। এই ম্যাচে অংশগ্রহণ করেন দুর্গাপুর আরিয়ান ক্লাবের আদিবাসী মহিলা ফুটবল টিম এবং অন্ডালের কাজোড়া আদিবাসী মহিলা ফুটবল টিম। চূড়ান্ত প্রতিযোগিতায় আরিয়ান আদিবাসী মহিলা ফুটবল টিমের প্লেয়াররা দু গোলে হারায় কাজোড়া আদিবাসী মহিলা ফুটবল টিমকে। এই খেলায় সকলকে উৎসাহ দিতে উপস্থিত ছিলেন দুর্গাপুরের সিআইএ কৃষ্ণেন্দু বিশ্বাস,অমরাবতী সিআরপিএফের ডেপুটি কমান্ডেন্ট রাজদীপ সেনগুপ্ত, দুর্গাপুর ফরিদপুর ব্লকের সহ-সভাপতি স্বাধীন ঘোষ, দুর্গাপুরের উপ সংশোধনাগারের দায়িত্বপ্রাপ্ত জেলর চিরঞ্জিত ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ । সমগ্র ফুটবল খেলা দেখতে এলাকার সাধারণ মানুষের ভিড় উপচে পড়েছিল মাঠে। নিউ টাউনশিপ থানার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot