DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, August 24, 2023

দুর্গাপুরের মামড়া বাজারে মিষ্টি দোকানে ৯০ কেজি ক্ষীর ও খোয়া দিয়ে তৈরি চন্দ্রযান দেখতে ভিড় মানুষের

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : ৯০ কেজি ক্ষীর খোয়া দিয়ে  চন্দ্র যান তৈরি করেছিলেন দুর্গাপুরের এক মিষ্টি ব্যবসায়ী । অবতরণের আগে বেশ কয়েকদিন ধরে তা দেখতে ভিড় জমেছিল দোকানে। সফল ল্যান্ডিংয়ের পর গতকাল রাত থেকে আজ সকালে সেই একই রকম ভিড়। ছবি তুলতে মানুষের হুড়োহুড়ি।
 বুধবার তেইশে আগস্ট চন্দ্রযান তিন সফল ল্যান্ডিংয়ের পর উচ্চশিত গোটা দেশবাসী। এই উচ্ছ্বাস ক্যামেরা বন্দি করছে সারা দেশের মানুষ। এরই মাঝে দুর্গাপুরের মামড়া বাজারের এক প্রসিদ্ধ মিষ্টান্ন ব্যবসায়ী ১৫ দিন  ধরে ৯০ কেজি ক্ষীর দিয়ে চন্দ্রযান তিন বানিয়ে তাক লাগিয়েছিলেন গোটা শিল্পাঞ্চল মানুষের তথা জেলার। গতকাল বুধবার সফল ল্যান্ডিং এর পর ভিড় উপচে পড়ছে ওই মিষ্টির দোকানে এক ঝলক দেখার জন্য চন্দ্রজান মডেল। এবং সেই ছবি ক্যামেরাবন্দি করার জন্য। গত ১৫ই আগস্ট থেকে এই চন্দ্রযান তৈরি করে রাখা হয়েছে দোকানের সামনে। মানুষের আগ্রহ বাড়লো গতকাল চন্দ্রজান তিন সফল ল্যান্ডিংয়ের পর।
মামড়া বাজারের মিষ্টান্ন দোকান এখন আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে মানুষের কাছে।
দেশের গর্ব ইসরো কে সম্মান জানানোর অভিনব পন্থা নিয়েছিলেন দুর্গাপুরের মামড়া বাজারের এক প্রসিদ্ধ মিষ্টির দোকান। ৯০ কেজি ক্ষীর ও খোয়া দিয়ে বানিয়ে ফেলেছেন আস্ত একখানা চন্দ্রযান ৩ , যা শোভা পাচ্ছে দোকানের সামনে। চন্দ্রযানেএর ওপরে রয়েছে হোয়াইট চকোলেটের আস্তরন যা আরও দর্শনীয় করে তুলেছে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot