DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, August 23, 2023

চন্দ্রযান অবতরণ নিয়ে মহাযজ্ঞ দুর্গাপুরে। যজ্ঞকুন্ডের পাশে জাতীয় পতাকা লাগানো কে ঘিরে বিতর্ক

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক :  চন্দ্রযান ৩ এর  সাফল্য কামনায় দুর্গাপুরে মহাযজ্ঞের আয়োজন। বুধবার সন্ধ্যায় চন্দ্রযান ৩  চাঁদের মাটি ছুঁতে চলেছে। আর ভারতীয় ইসরোর বৈজ্ঞানিকদের এই সাফল্য কামনায় দুর্গাপুরের ইস্পাত নগরের আইনস্টাইন কালীবাড়িতে এক মহাযজ্ঞের আয়োজন করা হয় বিজেপির পক্ষ থেকে। দুর্গাপুর পূর্ব ২ মন্ডল বিজেপির পক্ষ থেকে বিজেপি নেতা পারিজাত গাঙ্গুলীর উদ্যোগে এই মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই। তবে মন্দিরে মহাযজ্ঞ কুন্ডের কাছে জাতীয় পতাকা লাগানো কে ঘিরে বিতর্ক দানা বেঁধেছে।
এই ওয়ার্ডের প্রাক্তন পুরমাতা ধৃতি বন্দ্যোপাধ্যায় জালান জানান, চন্দ্রযানের সাফল্য কামনায় মহাযজ্ঞ হোক কোন আপত্তি নেই কিন্তু  তিনি এও বলেন জাতীয় পতাকা কি এখন বিজেপির সম্পত্তি হয়ে গেছে মন্দিরে এভাবে লাগানো যায় কি? এই বিষয়টি তার উচ্চ নেতৃত্বকে জানিয়েছেন তিনি বলে জানান।

অন্যদিকে মহাযজ্ঞের উদ্যোক্তা পারিজাত গঙ্গোপাধ্যায় জানান চন্দ্রযান অবতরণ দেশের গৌরব। দেশকে সম্মান জানিয়ে শ্রদ্ধা জানিয়ে ভালবেসে জাতীয় পতাকা লাগানোটা কোন ভুল নয়, এতে দেশের প্রতি সম্মান জানানো হয়। এর ভুল ব্যাখ্যা করা হচ্ছে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot