DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, August 20, 2023

ডিপিএল থেকে বদলি হওয়া ডেপুটেশন কর্মীদের অরাজনৈতিক ফোরাম গঠন

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : আগামী দিনে নিজেদের কর্মজীবনের সুরক্ষার স্বার্থে ডিপিএল ডেপুটেশন অ্যান্ড এমপ্লয়েজ ফোরাম নামে একটি অরাজনৈতিক সংগঠন করলেন ডিপিএল থেকে বদলি হয়ে ডেপুটেশনে যাওয়া কর্মীরা। 
চলতি বছরের শুরুতেই ডিপিএল কর্তৃপক্ষ ডিপিএলে কর্মরত প্রথম ধাপে প্রায় ৩১০ জন কর্মীকে এবং পরবর্তীকালে আরো বেশ কয়েকজন কর্মীকে পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরে ডেপুটেশনে পাঠায়। ডেপুটেশনে পাঠানোর পর এই সমস্ত কর্মীদের ভবিষ্যতে চাকরি জীবনের সুরক্ষা এবং নিরাপত্তা সহ বেশ কতকগুলি প্রশ্ন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয় কর্মীদের মনে, ডেপুটেশনে পাঠানো কর্মী দের অভিযোগ বারবার ম্যানেজমেন্টের সাথে কথা বলার চেষ্টা করে ,নিজেদের চাকরি জীবনের ভবিষ্যৎ কতটা সুরক্ষিত তা নিয়েও বিভিন্ন প্রশ্ন করা হলেও  ম্যানেজমেন্ট এর পক্ষ থেকে কখনোই তারা কোন সদুত্তর পাননি। এমনকি ডিপিএল কর্তৃপক্ষের যে সমস্ত ইউনিয়ন রয়েছে তারা ম্যানেজমেন্টের সঙ্গে ডেপুটেশনের কর্মীদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে গেলে ওই সমস্ত ইউনিয়নের কর্মীদেরও বদলির ভয় দেখানো হয় বলে কর্মীদের অভিযোগ,এমতাবস্থায় নিজেদের জীবিকা,এবং ভবিষ্যতে নিজেদের কর্মজীবন সুরক্ষিত করার তাগিদে  ডিপিএল থেকে বদলি হওয়া সমস্ত ডেপুটেশন কর্মীরা অরাজনৈতিকভাবে একটি ফোরাম গঠন করলেন ,এই ফোরামের মাধ্যমে আগামী দিনে তারা নিজেদের সুরক্ষার জন্য লড়াই করবেন।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot