দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : কয়লা মাফিয়া রাজু ঝার ছায়া সঙ্গী উৎপল রায় কয়লা কারাবারি আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার। ইনিও বিজেপিতে দলীয় পতাকা হাতে নিয়ে রাজু ঝার সঙ্গে যোগ দিয়েছিলেন দুর্গাপুরে বিজেপির সভায়। আবারও একবার কয়লা মাফিয়া রাজু ঝা'কে জুড়ে শহর শিল্পাঞ্চলে খবর শিরোনামে। তবে এবার রাজু ঝা হত্যাকাণ্ড সংক্রান্ত খবর নয়, রাজু ঝা'য়ের দীর্ঘদিনের ছায়া সঙ্গী উৎপল রায়কে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। পুলিশ সূত্রের খবর সোমবার রাত্রে দুর্গাপুরের মেনগেট এলাকা থাকে উৎপলকে আটক করে পুলিশ। তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র সহ দুটি কার্তুজ উদ্ধার হয়েছে। মঙ্গলবার সকালে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় তাকে। তবে কি কারনে এই গ্রেফতারি তা জানা যায়নি এখনও। অভিযুক্তকে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের এড়িয়ে যান।
প্রসঙ্গত এই উৎপল রায় দীর্ঘদিন ধরে কুখ্যাত কয়লা মাফিয়া রাজু ঝা'য়ের কয়লা ব্যবসা সহ বিভিন্ন ব্যবসায় ছায়া সঙ্গী ছিলেন। এমনকি ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পূর্বে রাজু ঝা এর মত তিনিও বিজেপিতে যোগদান করেন। তবে এদিনের গ্রেফতারি নিয়ে নাড়াচাড়া দিয়ে উঠেছে অনেক প্রশ্ন। রাজু ঝা খুনের মামলার ঘটনার পরিপ্রেক্ষিতে এই গ্রেফতারি নাকি অন্য কোন রহস্য, উত্তর মিলবে আগামী দিনে।
No comments:
Post a Comment