দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধীর ৭৯ তম জন্মদিবস।এই দিনটি সম্ভাবনা দিবস হিসেবেও পালন করা হয়।
বিগত বছরগুলোর মত এবারও যথাযথ মর্যাদায় প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে দুর্গাপুরে কংগ্রেসের বিভিন্ন নেতৃত্ব সহ কর্মীদের তরফ থেকে শ্রদ্ধা জ্ঞাপন ও স্মৃতিচারণের মাধ্যমে স্মরণ করা হয়।
দূর্গাপুর স্টিল সিটি রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটির তরফে জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী দুর্গাপুর মহিলা মহাবিদ্যালয় এর রোটারির সামনে রাজিব গান্ধীকে শ্রদ্ধা ও স্মরণ অনুষ্ঠান করেন। অন্যদিকে কংগ্রেস নেতা তরুণ রায় গোপালমাঠে রাজীব গান্ধীর মূর্তির পাদদেশে কংগ্রেস কর্মী দের নিয়ে মাল্যদান এবং স্মৃতিচারণা করেন । এবং দু€র্গাপুর স্টিল টাউনশিপ অশোক এভিনিউ, কাশীরাম দাস রোডে কংগ্রেসের দলীয় কার্যালয়ে এবং নিউটন এভিনিউ এলাকায় এই দিনটি পালন করা হয় । উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস নেতা তরুণ রায়, ইনটাক নেতা রাণা সরকার, পূর্ণেন্দু পাণ্ডা , অমল হালদার, তুষার ঘোষ, সুব্রত ঘোষ সহ অন্যান্যরা। দুর্গাপুর ৩ নম্বর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে দুর্গাপুর নগর নিগমের ২৬ নম্বর ওয়ার্ডে এবিএল কারখানা বর্তমানে জিই কারখানার সামনে রাজীব ভবনে রাজীব গান্ধীর জন্মদিন পালন করা হয়। এভিবি ওয়ার্কস ম্যান ইউনিয়ন ও এবিএল কন্টাকটার ওয়ার্কস ম্যান ইউনিয়নের পক্ষ থেকে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জম্মদিন পালন করা হয়। এদিন সকল সদস্যরা রাজীব গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করেন। উপস্থিত ছিলেন কংগ্রেসের ৩ নম্বর ব্লক প্রেসিডেন্ট অশোক শাসমল, pcc সদস্য স্বপন মিত্র, কংগ্রেস শ্রমিক ইউনিয়নের প্রেসিডেন্ট বিশ্বরূপ ভট্টাচার্য সহ কংগ্রেসের বিভিন্ন নেতৃত্ব বৃন্দ ও কর্মী সমর্থকেরা।
No comments:
Post a Comment