দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : কোকওভেন থানার পুলিশের হাতে ধরা পড়ল ইস্পাতের টিএমটি বার পাচারকারী এক লরিচালক।
ধৃত চালকের নাম মহ : ইসমাইল। ধৃতকে শনিবার দুপুরে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে ১০ দিনের পুলিশী হেফাজতের আবেদন জানানো হয়েছে। দিনকয়েক আগে দুর্গাপুরের একটি বেসরকারী ইস্পাত কারখানা থেকে টিএমটি রড বোঝাই একটি লরি ত্রিপুরার উদ্দেশ্যে যাওয়ার পথে উক্ত লরি চালক মাঝ পথে কয়েক লক্ষ টাকার ইস্পাতের রড বিক্রী করে বেপাত্তা হয়ে যায়। তখন থেকেই পুলিশের র্যাডারে ছিল ওই লরিচালক। কোক ওভেন থানার সদ্য দায়িত্ব নেওয়া অফিসার ইনচার্জ বিজন সমাদ্দারের নেতৃত্বে পুলিশ গতকাল রাতে ওই লরিচালকের কুলটি থানার হাসানপুরায় থেকে গ্রেফতার করে। শনিবার দুপুরে কোক ওম্যান থানার পুলিশ দুর্গাপুর মহকুমা আদালতে আসামিকে পেশ করে। তাকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এই চক্রে আরো কারা কারা জড়িত আছে তা জানতে চাইবে পুলিশ
No comments:
Post a Comment