DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, August 26, 2023

দুর্গাপুরের কোক ওভেন থানার ওসির উদ্যোগে হয়ে গেল আদিবাসী মহিলা ফুটবল প্রতিযোগিতা

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক :  দুর্গাপুরের কোক ওভেন থানায় দায়িত্বভার গ্রহণ করার পরে প্রথম উদ্যোগ আদিবাসী মহিলা ফুটবল প্রতিযোগিতা।  আর এই উদ্যোগ নিলেন নতুন ওসি বিজন সমাদ্দার। আজ কোক ওভেন থানায় পরিচালনায় এক দিবসীয় আদিবাসী মহিলা ফুটবল প্রতিযোগিতা আয়োজন করা হয় এই দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিপি কাঁকসা সুমন জয়ওয়াল, সিআই বুদবুদ নন্দন মন্ডল,  ডঃ নবারুন ব্যানার্জি, ওসি ট্রাফিক মুচিপাড়া অনুপ হাটি সহ অন্যান্য আধিকারিকেরা। এই দিন খেলার শুরুতে কোক ওভেন থানা বনাম মুচিপাড়া ট্রাফিক গার্ড পুলিশের সঙ্গে এক সম্প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছিল। সেই ম্যাচে কোক ওভেন থানা 1/0 গোলে মুচিপাড়া ট্রাফিক গার্ডকে পরাজিত করেছে। এরপরে আদিবাসী নৃত্য ও সঙ্গীতের মাধ্যমে মনোরম পরিবেশ গড়ে ওঠে দুর্গাপুরের গ‍্যামন ব্রিজ ফুটবল ময়দানে। অনুষ্ঠানের শুরুতে দেশকে শ্রদ্ধা জানিয়ে দেশ ভক্তির গানে মনোরম নৃত্য পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। অন্যদিকে মহিলা আদিবাসী  দুটি টিমের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলে মাঠের মধ্যে সমহিতা স্পোর্টস একাডেমি বনাম এনসিবিসি একাডেমি। সময়ের শেষে কোন দল গোল করতে না পারায় ট্রাইবেকারের সিদ্ধান্ত হয় ট্রাইবেকারে ২-১ গোলে জয়ী লাভ করেন সমহিতা স্পোর্টস একাডেমি। জাতীয় সংগীত দিয়ে খেলার সমাপ্তি ঘোষনা হয়। আজকের এই সুন্দর ফুটবল প্রতিযোগিতায় সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এলাকার সাধারণ মানুষ মাঠের চারি দিক ভিড় করে এই খেলা উপভোগ করেন। আজকের এই গুরুত্বপূর্ণ খেলায় উৎসাহ দিতে এবং সম্পূর্ণরূপে খেলাকে পরিচালনা করতে সহযোগিতা করেছেন দুর্গাপুরের গ‍্যামন ফ্রেন্ডস ক্লাবের মুকুট নাহা। থানার সমস্ত পুলিশ কর্মীসহ সিভিক ভলেন্টিয়ার উৎসাহের সাথে আজকে খেলাতে যেমন অংশগ্রহণ করেন তেমনি খেলা শেষ হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করেন। সুমধুর কন্ঠে এলাকার খ্যাতনামা বাচিক শিল্পী সুচিরা সরকার সমস্ত প্রোগ্রাম সুন্দরভাবে পরিচালনা করেন।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot