DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, August 25, 2023

তালা বন্ধ ঘরে কিভাবে ছাত্রের মৃত্যু। আত্মহত্যা নয় এটা চক্রান্ত করে খুন অভিযোগ পরিবারের

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রের অস্বাভাবিক মৃত্যু নিয়ে জট ক্রমশ বাড়ছে। তালা বন্ধ ঘরে কি করে আত্মহত্যা ?  আরো গভীরে যেতে মৃতদেহ দুর্গাপুর মহকুমা হাসপাতাল থেকে আসানসোল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হল। খুনের অভিযোগ দায়ের করছে পরিবার।
ছাত্র যদি আত্মহত্যা করবে তাহলে দরজার বাইরে তালা মারা কেন। চাবি দিয়ে সেই তালা খুলে এই দৃশ্য দেখা গেছে । অবশেষে স্বীকার করলেন কলেজ কর্তৃপক্ষ এবং স্বীকার করলেন স্কুলের নিরাপত্তার দায়িত্বে থাকা সিকিউরিটি ইনচার্জ।
অন্যদিকে ময়নাতদন্তের ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানতে দুর্গাপুর মহকুমা হাসপাতালের মর্গ থেকে মৃতদেহ আসানসোল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলো। খুন করা হয়েছে ছেলেকে গুরুতর অভিযোগ তুললেন সৌরভের বাবা সহ  ভাগলপুরের গ্রাম প্রধান। দুর্গাপুরের ফুলঝোড়ের বি,সি,রায় ইঞ্জিনিয়ারিং কলেজের তৃতীয় বর্ষের ছাত্র ভাগলপুরের বাসিন্দা সৌরভ কুমারকে খুন করা হয়েছে বলে গুরুতর অভিযোগ তুললেন তার বাবা সুরেন্দ্র কুমার ও সৌরভের ভাগলপুরের গ্রামের প্রধান ব্রজেশ পাশওয়ান। এমনকি এই খুনের পিছনে রয়েছে রীতিমত চক্রান্ত বলে অভিযোগ তার। পাশাপাশি তার অভিযোগ কলেজ কর্তৃপক্ষ তার সন্তানের নিরুদ্দেশ সম্বন্ধে মিথ্যা তথ্য দিয়েছে। সব মিলিয়ে যাদবপুরের পর দুর্গাপুরের বি সি রায় ইঞ্জিনিয়ারিং কলেজের হোস্টেলের ফাঁকা চারতলায় তালা বন্ধ ঘরের ভেতর থেকে ছাত্রের ঝুলন্ত পচাগুলো মৃতদেহ নিয়ে উত্তেজনা চরমে। সৌরভের পরিবারের তরফ থেকে খুনের অভিযোগ দায়ের করা হচ্ছে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot