DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, July 22, 2023

দুর্গাপুরে বেশ কয়েকদিনে ডেঙ্গু ধরা পড়ায় আতঙ্কে এলাকার মানুষ। সচেতনতায় দুর্গাপুর পুর নিগম

দুর্গাপুর আপডেট নিউজ  ডেস্ক :  দুর্গাপুরে ডেঙ্গুতে আক্রান্ত 14 জন দুর্গাপুর পুর নিগমের তরফ থেকে এলাকায় এলাকায় শুরু হয়েছে সচেতনতা সহ চেকিং প্রতিটি বাড়িতে। বর্ষার মরশুম সবে শুরু। আর তাতেই খারাপ খবর শহর দুর্গাপুরের জন্য। ইতিমধ্যেই শহরে ১৪ জনের শরীরে পাওয়া গিয়েছে ডেঙ্গুর জীবাণু। দুর্গাপুর পুরসভার 32 নম্বর ওয়ার্ডের পলাশডিহা এলাকার এই ঘটনার চিন্তা বাড়িয়েছে শহরের। চলছে পরীক্ষা। সংখ্যা আরও কিছু বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই দুর্গাপুর পৌরসভার তরফ থেকে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে সার্ভে করার কাজ। কোথাও জল জমে রয়েছে, কিনা সেই বিষয়টি দেখা হচ্ছে। আগামী পাঁচ দিন ধরে এই কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। যাতে করে যে সমস্ত জায়গায় ডেঙ্গুর মশার লার্ভা জন্ম নেওয়ার সম্ভাবনা রয়েছে, সেই জায়গাগুলিকে নষ্ট করা যায়। পাশাপাশি যাদের এই সময় জ্বর হচ্ছে, তাদেরকে সাবধানে থাকতে বলা হচ্ছে। বিনামূল্যে রক্ত পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে যাতে সঠিক সময় ডেঙ্গু চিহ্নিত করা যায়। জানা গিয়েছে, যারা আক্রান্ত হয়েছেন অর্থাৎ সেই ১৪ জন আপাতত অনেকটাই সুস্থ। তবে তাদের সর্বক্ষণ মশারির ভেতরে থাকতে বলা হয়েছে। যাতে করে ডেঙ্গুর জীবাণু আর ছড়াতে না পারে, সেজন্য স্টেট আরবান ডেভেলপমেন্টের পতঙ্গবীদ বিশ্বরূপ মিত্র ছিলেন এই সার্ভেতে। বর্ষার সময় ডেঙ্গু নিয়ে সচেতন থাকতে বলা হচ্ছে শহরবাসীকে। বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে বলা হচ্ছে। পাশাপাশি কোথাও যাতে জল জমে না থাকে, সে বিষয়ে আবেদন করা হয়েছে। অন্যদিকে শহরে একসঙ্গে ১৪ জনের ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার ঘটনা চিন্তা বাড়িয়েছে মানুষ এবং প্রশাসনের।
অন্যদিকে এই বিষয়ে দুর্গাপুর পৌরসভার চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি বলেছেন, ডেঙ্গুর খবর পাওয়ার পর থেকেই দুর্গাপুর পৌরসভা অত্যন্ত তৎপর হয়েছে। suda (state urban development authority) অত্যন্ত বিচলিত। সুডার প্রতিনিধি এসেছেন। বিভিন্ন নর্দমা থেকে শুরু করে অন্যান্য অপরিষ্কার জায়গা গুলিকে পরিষ্কার করানো হচ্ছে। পুরসভার প্রাক্তন কাউন্সিলর থেকে আশা কর্মী, সাফাই কর্মীরা সকলে ডেঙ্গি মোকাবিলায় মাঠে নেমেছেন। যারা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, তাদের একটি কার্ড দেওয়া হয়েছে। আগামী ৮ দিন তাদের শারীরিক অগ্রগতি, অবনতির রিপোর্ট সেখানে দেওয়া থাকবে। আপাতত ১৪ জনের রিপোর্ট ধরা পড়লেও, শহরে আরও দু এক জায়গায় আশঙ্কা রয়েছে বলেও খবর। তবে সাধারণ মানুষকে সাবধান থাকা এবং ডেঙ্গি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot