DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, July 24, 2023

দুর্গাপুরের পলাশডিহাতে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা 50 ছাড়ালো

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক ;  দুর্গাপুরের ৩২ নম্বর ওয়ার্ডের পলাশডিহা অঞ্চলে ডেঙ্গুতে আক্রান্ত ৫০ এর ও বেশি রাজ্য ও জেলা স্বাস্থ্য দপ্তরের বিশেষ নজরদারি। দুর্গাপুর শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের ১৯ নম্বর জাতীয় সড়কের পাশেই রয়েছে পলাশডিহা গ্রাম। গত দুদিন আগে আমরা দেখিয়েছিলাম যে এখানে দশজনের রক্তে ডেঙ্গুর জীবাণু ধরা পড়েছে। দুর্গাপুর পুর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন তথা প্রাক্তন মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায় নিজে পুরসভার টিম নিয়ে গ্রামের বিভিন্ন বাড়ি বাড়ি খোঁজখবর নেন এবং মানুষকে সচেতন করেন। বিশেষ হেলথ ক্যাম্প বসানো হয়। কিন্তু তার সংখ্যা ৫০ পেরিয়ে গেছে আজকের দিনে দাঁড়িয়ে এমনটাই জানালেন জেলার সি এম ও এইচ ডক্টর কেকা মুখোপাধ্যায়। রাজ্য ও জেলা স্বাস্থ্য দপ্তর বিশেষ উদ্যোগ নিয়েছে এই সমস্যার মোকাবেলা করার জন্য। এছাড়াও এলাকায় এলাকায় মাইকিং করে সতর্ক করা হচ্ছে বাড়ির চারপাশ পরিষ্কার রাখা নর্দমা পরিস্কার রাখা এবং কোথাও জল জমতে না দেওয়ার জন্য। আজ এই নিয়ে বিশেষ বৈঠক স্বাস্থ্য কর্মীদের সঙ্গে করেন দুর্গাপুরের সৃজনী হলে ডক্টর কেকা মুখোপাধ্যায়। অন্যদিকে দুর্গাপুর পুর নিগমের স্বাস্থ্য দপ্তরের দায়িত্বে থাকা এবং পুর নিগম প্রাক্তন স্বাস্থ্য দপ্তরের এমআইসি রাখি তেওয়ারি জানান সচেতনতা সহ ব্যবস্থা নেওয়া হয়েছে জোর কদমে বিশেষ মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে রক্ত পরীক্ষার জন্য এছাড়া একটি গুরুত্বপূর্ণ বিষয় তিনি আলোকপাত করেছেন যাদের বাড়িতে বিভিন্ন রকমের ফেলে দেওয়া নোংরা জঞ্জাল আবর্জনা লোহার টিন প্লাস্টিক সহ নানান সামগ্রীর ভাঙ্গা জিনিসপত্র জমিয়ে স্তূপ করে রাখা রয়েছে তা যদি তারা বিক্রি করে দেন নিজে থেকে ভালোই। না হলে পুরসভা থেকে সেগুলোকে সব তুলে নিয়ে আসা হবে এটা কঠোর সিদ্ধান্ত। ডেঙ্গু যাতে ছড়িয়ে পড়তে না পারে, এর সংখ্যা যাতে আর বাড়তে না পারে এবং অন্যান্য এলাকায় যাতে জীবাণুর সংক্রমণ না হয় তার জন্য জোর কদমে নেমেছে মহাকুমা স্বাস্থ্য দপ্তর সহ পুর প্রশাসন।পুর দপ্তরের জরুরী বৈঠকের পর দুর্গাপুরে পলাশডিহাতে স্বাস্থ্য কেন্দ্র এবং ক্যাম্প স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের নিয়ে পরিদর্শনে দুর্গাপুর পুর নিগমের স্বাস্থ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত রাখি তেওয়ারী। পঞ্চাশ জনের ডেঙ্গু হওয়ার ঘটনায় চিন্তার ভাঁজ দুর্গাপুর পুরো নিগমের কর্তাদের

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot