DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, July 29, 2023

দুর্গাপুরে সেইলের জমিতে উচ্ছেদের আগে পুনর্বাসন দিতে হবে বললেন বিজেপি সাংসদ আলুওয়ালিয়া

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুরে দুটি ওয়ার্ডে সেইলের জমিতে বসবাসকারীদের উচ্ছেদ নিয়ে যখন বিক্ষোভ চরমে উত্তাল দুর্গাপুর।  ঠিক তখন সাংবাদিক বৈঠকে দুর্গাপুরের ৩২ ও ৩৩ নম্বর ওয়ার্ডের সেইল এর জমিতে বসবাসকারীদের উচ্ছেদ নিয়ে মানুষের পাশেই থাকলেন বিজেপি সাংসদ এসএস আলুওয়ালিয়া। সাধারণ মানুষ বলছেন উচ্ছেদ নিয়ে শুরু হয়ে গেল শুরু হয়ে গেল রাজনৈতিক তরজা।  বিজেপি সাংসদ এস এস আলুয়ালিয়া  জানিয়ে দিলেন পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করলে বুলডোজারের সামনে আমি রুখে দাঁড়াবো। সেইলের জমিতে বসবাসকারীদের পুনর্বাসন বিহীন উচ্ছেদ করতে এলে বুলডোজারের সামনে দাঁড়িয়ে রুখে দাঁড়াবো, রাষ্ট্রয়ত্বর সংস্থার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি বিজেপি সাংসদের। রাষ্ট্রায়ত্তর সংস্থা সেইলর অধীনস্থ দুর্গাপুর ইস্পাত কারখানা এবং মিশ্র ইস্পাত কারখানার জমির দখল করে বসবাসকারী মানুষদের উচ্ছেদের নোটিশ। উচ্ছেদের নোটিশ সেইল দিতেই পুনর্বাসবের দাবিতে  দুর্গাপুরের ৩২ এবং ৩৩নং ওয়ার্ডের মানুষ বিক্ষোভে নেমেছে। পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করা হলে রুখে দাঁড়ানোর বার্তা বিজেপি সাংসদ সুরেন্দ্রর সিং আলু ওয়ালিয়ার। শনিবার সকালে দুর্গাপুরের ইস্পাত নগরীর বাড়িতে সাংবাদিক বৈঠক করে সাংসদ সুরেন্দ্রর সিং আলু ওয়ালিয়া বলেন রাষ্ট্রায়ত্তর সংস্থাগুলি সম্প্রসারণ করতে যেমন জমির প্রয়জন তেমনি ওই জমির উপর বসবাসকারী মানুষদের উচ্ছেদ করতে গেলে তেমনি পুনর্বাসনের প্রয়জন। তবে পুনর্বাসন যতক্ষণ না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত জমি কেউ ছাড়বেন না। কেন্দ্রীয় সংস্থা উচ্ছেদ করতে গেলে বুলডোজারের সামনে দাঁড়িয়ে উচ্ছেদ রুখবো। দুর্গাপুর থেকে কড়া হুঁশিয়ারি বিজেপি সাংসদের। এছাড়াও তিনি জানান তিনি সাংসদ হবার আগে দুর্গাপুর ইস্পাত কারখানার অর্থাৎ সেইলের আধুনিকীকরণের ও সম্প্রসারণের জন্য সমস্ত রাজনৈতিক দলই চেয়েছে সাধারণ মানুষের চেয়েছে আন্দোলন হয়েছে কিন্তু তার জন্য জমি দরকার ইস্পাত কারখানার সম্প্রসারণ তো আর হাওয়ায় হবে না তার জন্য জমি দরকার কিন্তু যারা এত বছর ধরে বসবাস করছেন তাদের পুনর্বাসন আগে করতে হবে। এবং সেই জন্য সবাইকে হাতে হাত মিলিয়ে একমত হতে হবে এই বিষয়টাতে। কারণ  দুর্গাপুর ইস্পাত কারখানার সম্প্রসারণ হলে তাতে উৎপাদন যেমন বৃদ্ধি হবে তেমন কর্মসংস্থানও বাড়বে। কিন্তু জমির জন্য তা করা যাচ্ছে না তাই বসবাসকারীরা জমি ছেড়ে দিলে এই কারখানা আরো বৃহৎ আকার ধারণ করবে। তবে তার আগে পুনর্বাসন হওয়াটাও ভীষণভাবে জরুরী যারা এত বছর ধরে বসবাস করছেন এবং তাদের সঙ্গে তিনি রয়েছেন।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot