DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, July 30, 2023

রাজ্য ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দুর্গাপুরে কংগ্রেসের" মুহব্বত কি দুকান"

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : আদা রসুন লঙ্কা টমেটো সহ নানান সবজি কিনতে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের।  বাজারে গিয়ে প্রায় খালি হাতেই ফিরতে হচ্ছে। এরই প্রতিবাদ জানিয়ে কংগ্রেসের অভিনব উদ্যোগ দুর্গাপুরে। দুর্গাপুরে আশিস মার্কেটে কংগ্রেসের মহব্বত কা দুকান.. যেখানে লঙ্কা আদা রসুন কম টাকায় কিনতে মানুষের ভিড়... অভিনব এই উদ্যোগের মাধ্যমে প্রতিবাদ কেন্দ্র ও রাজ্য সরকারকে। দীর্ঘদিন ধরে বাজারে শাকসবজির দাম উর্দ্ধমুখী।হুঁস নেই কেন্দ্র ও রাজ্য সরকারের। একদিকে কৃষকদের কাছ থেকে আদানি আম্বানিরা বেশি টাকায় কিনে নিচ্ছে সমস্ত সবুজ ফসল তারপরে সেগুলোকে মজুদ করে রাখা হচ্ছে বেড়ে যাচ্ছে তার দাম। অন্যদিকে রাজ্য সরকারের।টাক্সফোর্স চির নিদ্রায়।এমতাবস্থায় সাধারণ মানুষের দুরাবস্থার কথা সরকারের কাছে তুলে ধরতে দূর্গাপুর মহকুমা যুব কংগ্রেস রবিবার সকালে আশীষ মার্কেটে একটি অভিনব প্রতিকী কর্মসূচী গ্রহন করে। রাহুল গান্ধীর দেখানো পথ অনুযায়ী মহব্বত কা দুকান যেখানে লঙ্কা ১০০ রসুন একশ আদা সত্তর  টমেটো ৪০ টাকা করে বিক্রি করা হলো সাধারণ মানুষের কাছে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot