DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, July 28, 2023

উচ্ছেদের নোটিসে বিক্ষোভ দুর্গাপুরের ইস্পাত কারখানার প্রশাসনিক ভবনের সামনে

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক  :  আগামী মাসেই দুর্গাপুরে পুর ভোট হবার কথা তার আগেই দুর্গাপুর ইস্পাত কারখানার সেইল এর জমিতে বসবাসকারী মানুষদের উঠে যাওয়ার নোটিশ কর্তৃপক্ষের। এই নিয়ে বিক্ষোভ ঘেরাও প্রাসনিক ভবন ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। শুক্রবার দুর্গাপুরের টাউন অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং ঘেরাও করে বিক্ষোভ দুর্গাপুরের  ৩৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। ব্যাপক উত্তেজনা ঘটনাস্থলে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী এবং কমব্যাট ফোর্স। সম্প্রতি দুর্গাপুরের ৩৩ নম্বর ওয়ার্ডে সেইল র জমিতে বসবাসকারীদের উচ্ছেদের নোটিশ দেয় সেইল্ কর্তৃপক্ষ। প্রতিবাদে শুক্রবার দুর্গাপুরের টাউন অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং ঘেরাও করে বিক্ষোভ এলাকাবাসীর। তারা সাফ জানান তাদের দাবি মানতে হবে এবং নোটিশ সরিয়ে দিতে হবে। তাদের দাবি তারা দীর্ঘদিন ধরে তেত্রিশ নম্বর ওয়ার্ড এলাকায়  সেল এর জমিতে বসবাস করছেন দশ হাজারের অধিক মানুষ। হঠাৎ করে এই নোটিশ দেওয়া হয়েছে। কয়েক হাজার মানুষ দুর্গাপুরের টাউন অ্যাডমিনিস্ট্রেটেড বিল্ডিং ঘেরাও করে বিক্ষোভ শুরু করে দেয়। যাকে ঘিরে রীতিমতো ব্যাপক উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আন্দোলন জারি থাকবে বলে হুঁশিয়ারি দেয় আন্দোলনকারীরা।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot