দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : ম্যারাথন দৌড় এবং হেলমেট বিলির মাধ্যমে দুর্গাপুরের পুলিশ ও ট্রাফিক বিভাগের তরফ থেকে সেভ ড্রাইভ সেভ লাইফ এর সচেতনতার অনুষ্ঠান। ম্যারাথন দৌড়ের আগে কোকওভেন থানার ওসি নিজেই সকলকে শরীর শিক্ষা প্র্যাকটিস করালেন মাঠে।
দুর্গাপুরের কোক ওভেন থানা ও মুচিপাড়া ট্রাফিক বিভাগের তরফ থেকে দুর্ঘটনা এড়াতে সেভ ড্রাইভ সেফ লাইফ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো দুর্গাপুরের গ্যামন ব্রিজ মেলা ময়দানে। সকাল 9 টার সময়,গ্যামন ব্রিজ ময়দান থেকে ডিসিএল মোড় পর্যন্ত 5 কিলোমিটার ম্যারাথন দৌড়ের আয়োজনে অংশ নিল এলাকার বিভিন্ন ক্লাবের ছেলে মেয়েরা সহ সিভিক ভলেন্টিয়ার ও পুলিশ। এই অনুষ্ঠানের সূচনা করেন পুলিশ কমিশনারেটের এসিপি তথাগত পান্ডে , দুই সার্কেল ইন্সপেক্টর কৃষ্ণেন্দু বিশ্বাস ও অঞ্জন রায়, কোক ওভেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জীব দে , সহ ২ পুলিশ আধিকারিক মিলন ভূই, পূর্ণেন্দু রায়,। আজ বেশ কয়েকজন বাইক আরোহী যারা হেলমেট ছাড়া বাইক চালাচ্ছিলেন তাদেরকে পথ নিরাপত্তার বিষয়ে অবগত করে হেলমেট প্রদান করা হয়। এবং সচেতনতা বার্তা দেওয়া হয় পুলিশের তরফ থেকে।
আজকের অনুষ্ঠান থেকে পুলিশ কমিশনারেটের এসিপি তথাগত পান্ডে জানান, 'ম্যারাথন দৌড়টির উদ্দেশ্য ছিল মানুষকে সড়ক দুর্ঘটনা থেকে সচেতন করা। আগের বছরও 'সেভ ড্রাইভ সেফ 'লাইফের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। এরূপ উদ্যোগ থেকে অনেকটাই পথ দুর্ঘটনা কমে গিয়েছে। মানুষ এখন এই বিষয় গুলি নিয়ে অনেকটাই সচেতন। তাই ২৪ - ২৫% দুর্ঘটনার হার কমে গিয়েছে।
No comments:
Post a Comment