দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : মানবতার আরেক নিদর্শন আমার শহরে
মিশন হসপিটাল দুর্গাপুরে, এক সদ্যজাত শিশুর জন্ম হয় নির্দিষ্ট সময়ের আগে। এর কারনে বাচ্চাটির মাএর বুকের দুধ না থাকায় বাচ্চাটি ও তার পরিবার সমস্যায় পড়ে যায়। হাসপাতলে কোনো ব্যবস্থা না থাকায় ওনারা বলেন যে বাচ্চাকে মাতৃদুধ পান করাতে হবে নচেত এই বাচ্চা বাঁচবে না।
বাচ্চার বাবা ও তার পরিবার হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছিল একজন সদ্য মা হয়েছে এমন ব্যক্তিকে যে হাসপাতালে যাবে ঐ বাচ্চাটিকে দুধ খাওয়াতে।কোথাও না পেয়ে দুর্গাপুর ভলেন্টিয়ারী ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন এর কাছে আবেদনটি আসে। ওনাদের সমস্ত সদস্যরা চারিদিকে খোঁজ শুরু করেন এবং সংগঠনের সহঃ সভাপতি রঞ্জন ব্যানার্জির ঐকান্তিক প্রচেষ্টায় দুর্গাপুর করঙ্গপাড়ার ষষ্ঠীতলা ও বাউড়িপাড়ায় বসবাসকারী
দুজন মাতৃ হৃদয় স্পর্শ করলো কাতর আবেদন। গরীব কিন্তু কত বড় মাপের মনের অধিকারী এই দুই বিরল মনের মা। সদ্য মা হয়েছে ২২ বছরের
শ্রীমতী প্রতিমা থান্ডার (ষষ্ঠীতলা)ও শ্রীমতী প্রিয়া বাউরি(বাউড়িপাড়া) তারা আমাদের আবেদনে সাড়া দিয়ে পালা করে হাসপাতালে গিয়ে বাচ্চাটিকে দুধ খাইয়ে আসছে।
দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এই দুইজন মহীয়সী মা'দের স্যালুট জানাচ্ছে। কৃতজ্ঞতা জ্ঞাপন করছে।
No comments:
Post a Comment