DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, August 3, 2022

ফরেস্ট এর জমি দখল করে অবৈধ নির্মাণ দুর্গাপুরে আটকাল পুলিশ

  


দুর্গাপুর আপডেট নিউজ ডেক্সঃ  দুর্গাপুরে আড়া কালীগঞ্জে দিনে দুপুরে অবৈধভাবে ফরেস্টের জমি দখল করে   নির্মাণ হচ্ছে বাড়ি ঘর থেকে শুরু করে দোকানপাট  শুধু তাই নয় তৈরি হয়েছে একটি বিশাল আকৃতির কোলড্রিংস এর গোডাউন সূত্রের খবর কিছু অসাধু ব্যক্তি মোটা টাকার বিনিময়ে অবৈধ বাড়ি ঘর নির্মাণ করতে  দিছে বলে অভিযোগ আজও চলছিল সে অবৈধ বাড়ি ঘর নির্মাণ  কাজ পুলিশের কাছে খবর যায়  তড়িঘড়ি নিউ টাউনশিপ থানার অন্তর্গত বিধান নগর ফাঁড়ির পুলিশ আসে অবৈধ নির্মাণ আটকায়  সতর্ক করে যায় কোনভাবে অবৈধ বাড়ি ঘর নির্মাণ করতে দেওয়া হবে না দ্বিতীয়বার যদি করার চেষ্টা করে  কড়া পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন প্রশাসন

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot