দুর্গাপুর আপডেট নিউজ ডেক্সঃ দুর্গাপুর এর দুটি থানা দুর্গাপুর থানা ও কোক ওভেন থানায় আজ মিট ইউর অফিসার অনুষ্ঠানে চুরি যাওয়া মোবাইল এবং বাইক সমস্ত মালিকদের হাতে তুলে দেওয়া হয় । দুর্গাপুর থানায় এসিপি তথাগত পান্ডে ও অফিসার ইনচার্জ সৌমেন ঠাকুর সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। সেখানে চুরি যাওয়া বেশ কিছু মোবাইল ও দুটি বাইক ফিরিয়ে দেওয়া হয় মালিকদের হাতে। এরপর ওই থানা এলাকার বিভিন্ন অঞ্চলের বিভিন্ন মানুষের অভিযোগ ও সমস্যা শোনেন অফিসারেরা। অন্যদিকে কোকওভেন থানার পুলিশ চুরি যাওয়া 30 টি মোবাইল উদ্ধার করে এবং উদ্ধার করা মোবাইল গুলি শনিবার উপযুক্ত মালিকের হাতে তুলে দেওয়া হয়। এই জনহিতকর অনুষ্টানে উপস্তিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট, ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা,
এসিপি সুমন জসওয়াল, সার্কেল ইন্সপেক্টর অঞ্জন রায় , কোকো ওভেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জীব দে।
এদিন কোক ওভেন থানার বিভিন্ন এলাকার মানুষের সমস্যা ও অভিযোগের কথা শোনেন ডিসিপি অফিসেক গুপ্তা বেশ কিছু সমস্যার সমাধান সঙ্গে সঙ্গেই করে দেওয়া হয়। মানুষের আরো কাছাকাছি আসতে এবং এলাকার বিভিন্ন সমস্যার সমাধানে মিট ইয়োর অফিসার অনুষ্ঠানের মাধ্যমে পুলিশ বিভিন্ন থানায় প্রতিনিয়ত এই অনুষ্ঠান করে চলেছে। এতে খুশি সাধারণ মানুষ।
No comments:
Post a Comment